কৃশ ৪ ছবিতে নায়িকা কে? কী বললেন রাকেশ রোশন?

Updated By: Jul 14, 2017, 02:16 PM IST
কৃশ ৪ ছবিতে নায়িকা কে? কী বললেন রাকেশ রোশন?

ওয়েব ডেস্ক: কৃশ । বলিউডের অন্যতম হিট ছবি । আবার এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। কৃশ ৪ । বলিউডে জোর গুঞ্জন এই ছবিতে কোন নায়িকাকে দেখা যাবে তা ঘিরে। প্রসঙ্গে মুখ খুললেন ছবির পরিচালক রাকেশ রোশন ।

হৃত্বিক রোশনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কাবিল । সেই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন বলিউড ডিভা ইয়ামি গৌতম । বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে যে, কৃশ ৪ ছবিতেও নায়িকা চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে। এই প্রসঙ্গে পরিচালক রাকেশ রোশন জানিয়েছেন যে, তাঁরা এখনও ছবির চিত্রনাট্য নিয়েই ব্যস্ত। কোন নায়িকা এই ছবিতে থাকবেন, তা এখনও ঠিক হয়নি। কাস্ট তখনই ঠিক হবে যখন তিনি চাইবেন।

তাঁর কাছে অ্যাকশন শিখতে চেয়েছেন কিং খান, শুনে কী বললেন টাইগার জানুন

প্রিয়াঙ্কা চোপড়ার ছোট পোশাক প্রসঙ্গে কী মতামত দিলেন প্রধানমন্ত্রী?

.