পর্নোগ্রাফি মামলায় নয়া মোড়, প্রমাণ নষ্ট করায় রাজের সহকারীদের গ্রেফতার করে পুলিস
যদিও বিষয়টি রাজ কুন্দ্রা মানতে নারাজ
নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি (Pornography মামলায় বৃহস্পতিবার রাজ কুন্দ্রার জামিনের আবেদনের শুনানি হয় নি। দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের সওয়াল জবাব শেষে মুলতুবি হয়ে যায় আদালত। শনিবার ফের সময় দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:রাজা মাম্পির বিয়ে, সিঁদুর দান থেকে শুভদৃষ্টি, নেটিজেনদের তৈরি অ্যালবাম দেখে নিন
এবার কুন্দ্রার পর্ন ভিডিও মামলার সঙ্গে যুক্ত থাকা সকলেই প্রমাণ নষ্ট করেছিলেন তাঁদের গ্রেফতার করে পুলিস। বোম্বে হাইকোর্ট রাজ কুন্দ্রার একটি আবেদনের শুনানি মুলতুবি করেছেন, যিনি অভিযোগ করেছিলেন যে পর্নোগ্রাফি মামলায় তার গ্রেফতার অবৈধ ছিল কারণ তাকে আইনি নোটিশ দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, তারা প্রমাণ নষ্ট করতে শুরু করায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এও জানা গিয়েছে কুন্দ্রা এবং সহযোগী রায়ান থর্পকে যথাযথভাবে নোটিশ দেওয়া হয়েছিল এবং যখন থর্পে তা মেনে নেন, তখন কুন্দ্রা তা করতে অস্বীকার করেছিল। রাজ কুন্দ্রা কোনওভাবেই মানতে রাজি ছিলেন না যে তিনি সব পর্ন ভিডিয়ো মুছে দিয়েছেন। যদিও মুছে দেওয়া সব ভিডিয়ো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিস।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)