'জাতি, ধর্ম, রাজনীতির উর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ান', Raj

মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ডাক দিলেন বারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।

Updated By: Apr 25, 2021, 01:26 PM IST
'জাতি, ধর্ম, রাজনীতির উর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ান', Raj

নিজস্ব প্রতিবেদন- রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনার দাপট। চারিদিকে হাহাকার। অক্সিজেন নেই, রক্ত নেই, হাসপাতালে বেড নেই। এমন আবস্থায় সকলকে সচেতন করলেন পরিচালক রাজ চক্রবর্তী।  ফেসবুক লাইভে এসে তিনি বলেন-'আজ আমি রাজনৈতিক কোনও কথা বলতে আসিনি, সিনেমার কথাও বলবনা, আজ আপনাদের সতর্ক থাকার কথা বলতে লাইভে এসেছি আমি। যেভাবে করোনা বাড়ছে, যেভাবে কাছের মানুষদের চলে  যেতে হচ্ছে,।আপনারা দয়া করে সতর্ক থাকুন। মাস্ক পড়ুন, দূরত্ব বজায় রাখুন। স্যানিটাইজ করুন। জাতি, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে  গিয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষের জন্য ভাল কথা বলুন। এই সময় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের। সবাই সবার পাশে দাঁড়ান, সবাইকে উৎসাহ দিন। কারণ  কোথাও বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, তাই এই সময় মনুষ্যত্ব দেখানো উচিৎ। যেটুকু সাহায্য করা যায় আমরা একে অপরকে করব। সুস্থ থাকুন, ভাল থাকুন।'

আরও পড়ুন:  'ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে করোনা, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে'

 নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি পরিবারের সকলকে সুরক্ষিত রাখার কথাও উঠে আসে রাজের বক্তব্যে। মতভেদ থাকলেও এই সময় সব ভুলে যেন মানুষের পাশে দাঁড়ান সকলে। স্ত্রী শুভশ্রী রয়েছেন আইসোলেশনে, উদ্বিগ্ন রাজ। তারই মাঝে সকলকে দিলেন সচেতনতার বার্তা।

 

 

.