মাহিরার জন্য দুবাইতে রইস প্রচার

ওয়েব ডেস্ক: ভারতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের আসা নিষিদ্ধ। তাই কোনভাবেই পাকিস্তানি অভিনেত্রী রইসের প্রচারে ভারতে আসতে পারবেন না। এই একটাই শর্ত মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রতিষ্ঠাতা রাজ ঠাকরের। তবেই রইস মুক্তিতে কোনরকম বাধা হয়ে দাড়াবেন না তাঁরা। এমন শর্তে রাজি হওয়ার পর খারাপ লাগা থাকলেও কিংখান এবার নতুন স্ট্র্যাটেজি নিলেন রইসের প্রচারে।

আরও পড়ুন- আমিরের হাতে হল মালিকদের চিঠি

দুবাইয়ে শাহরুখ ভক্ত কোন অংশে কম নেই। তাই ভারতে হচ্ছে না তো কি দুবাইয়ে ছবির প্রচারে টিম রইসের সঙ্গে থাকছেন মাহিরা। একেই বলে বাদশাহী মার্কেটিং স্ট্র্যাটেজি!

এদিকে, আজই ৬৫ তম মিস ইউনিভার্সের বিচারক হিসাবে মনোনীত হলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

আরও পড়ুন- মিস ইউনিভার্স ২০১৭-এর বিচারকের আসনে সুস্মিতা সেন

English Title: 
Promotion of Raees in Dubai
News Source: 
Home Title: 

মাহিরার জন্য দুবাইতে রইস প্রচার

মাহিরার জন্য দুবাইতে রইস প্রচার
Yes
Is Blog?: 
No