অনলাইনে সিনেমা মুক্তি নিয়ে মাল্টিপ্লেক্স সংস্থার ক্ষোভ, মুখ খুলল প্রোডিউসার্স গিল্ড

এদিকে বিষয়টি নিয়ে মাল্টিপ্লেক্স সংস্থার তরফে মুখ খোলার পরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 15, 2020, 06:41 PM IST
অনলাইনে সিনেমা মুক্তি নিয়ে মাল্টিপ্লেক্স সংস্থার ক্ষোভ, মুখ খুলল প্রোডিউসার্স গিল্ড

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে গোটা দেশে লকডাউন। এই পরিস্থিতিতে অনলাইন প্লার্টফর্মে মুক্তি পাচ্ছে বলিউডের বেশকিছু ছবি। সিনেমার অনলাইন মুক্তি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে আইনক্স, পিভিআর-এর মতো দেশের অন্যতম মাল্টিপ্লেক্স সংস্থাগুলি। এদিকে বিষয়টি নিয়ে মাল্টিপ্লেক্স সংস্থার তরফে মুখ খোলার পরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া।

শুক্রবার মাল্টিপ্লেক্স সংস্থা INOX-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ''আইনক্স এই পুরো বিষয়টিতেই অসন্তুষ্ট ও হতাশ। সিনেমাহলগুলিকে এড়িয়ে গিয়ে সরাসরি অনলাইন প্লার্টফর্মে ছবির মুক্তি দেওয়া হচ্ছে। প্রযোজনা সংস্থাগুলির এমন সিদ্ধান্ত উদ্বেগজনক ও হতাশাজনক।''

আরও পড়ুন-একসময় ছোট্ট মেয়ের জন্যই মদ্যপান ছেড়ে দিয়েছিলেন 'অ্যালকোহলিক' মহেশ ভাট!

একই ভাবে পিভিআর-এর সিইও কমল জ্ঞানচন্দানি HuffPost-কে জানিয়েছেন, ''গুলাবো সিতাবো-র সরাসরি অনলাইন স্ট্রিমিংয়ের সিদ্ধান্তে আমরা হতাশ। আমরা আশা করেছিলাম, প্রযোজকরা এই সিনেমাহলগুলি পুনরায় খোলা পর্যন্ত আবারও অপেক্ষা করবেন।''

আর আইনক্স ও পিভিআর-এর তরফে মুখ খোলার ঠিক পরপরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। ঠিক কেন কিছু সিনেমাকে অনলাইনে মুক্তি দেওয়া হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার তরফে।

আর পড়ুন-কেস জন্ডিস: লডডাউনেও পরমব্রত-অঙ্কুশের ঝগড়া পৌঁছল আদালতে

প্রডিউসার্স গিল্ডের তরফে জানানো হয়, ''আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অর্থনৈতিক দিক থেকে চরম পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময় প্রডিউসার্স, ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটর্স এবং দৈনিক রোজগেরে কলাকুশলী সকলের পাশেই দাঁড়াতে হবে। আর এই পরিস্থিতিতে প্রযোজকরা ভয়ঙ্কর আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। তাঁদের অনেক টাকা আটকে রয়েছে। এদিকে সিনেমার ব্যায়বহুল সেট করা হয়েছে। যাতে সুদের ব্যায়ও বেড়েই চলছে। এই মুহূর্তে যা পরিস্থিতিতে সিনেমার ভবিষ্যৎ-ই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রেক্ষাগৃহগুলি ফের কবে খুলবে সেটাও অনিশ্চিত। তাই যে টাকা সিনেমার জন্য ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে তার কিছুটা পুনরুদ্ধার করতেই অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়।''

প্রসঙ্গত, 'গুলাবো সিতাবো', 'শকুন্তলা দেবী' ছাড়াও 'ঘুমকেতু' সহ আরও বেশকিছু হিন্দি ছবি ও দক্ষিণী ছবিও অনলাইনে মুক্তি পাচ্ছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন-ছেলে ভিন রাজ্যে আটকে, গৃহকর্তার কাছেই সাহায্যের আর্জি পরিচারিকা কাজল 'মাসি'র

.