শাড়ি পরে নিকের সঙ্গে চুপি চুপি কোথায় পাড়ি দিলেন প্রিয়াঙ্কা!

নিক জোনাসকেও খুশি খুশি দেখা যায়

Updated By: Jun 28, 2018, 10:40 AM IST
শাড়ি পরে নিকের সঙ্গে চুপি চুপি কোথায় পাড়ি দিলেন প্রিয়াঙ্কা!

নিজস্ব প্রতিবেদন : মার্কিন মুলুক থেকে সোজা মুম্বইতে এসে হাজির হয়েছেন। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করতেই মুম্বইতে হাজির হয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। মুম্বইতে আসার পর নিককে নিয়ে গোয়াতেও গিয়েছেন পিগি। আর সেখান থেকে ফিরে নিক জোনাসকে নিয়ে এবার আম্বানিদের পার্টিতে হাজির হন বলিউডের ‘দেশি গার্ল’।

আরও পড়ুন : দীপিকাকে পছন্দ নিকের? দেখুন প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ডের 'কীর্তি'

আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেখানে একেবারে ‘দেশি লুকে’ অর্থাত শাড়ি পরে হাজির হন পিগি। বলিউড অভিনেত্রীকে শাড়িতে দেখে বেশ খোশ মেজাজেই ছিলেন নিক। আম্বানিদের পার্টিতে গিয়ে আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার সঙ্গে ছবিও তোলেন প্রিয়াঙ্কা। দেখুন সেই ছবি..

 

 
 

এদিকে প্রিয়াঙ্কা আন্তর্জাতিক তারকা। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি খুশি বলেও জানিয়েছেন নিক। অন্যদিকে, নিক তাঁর চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও, তাঁর সঙ্গে দুর্দান্ত যৌন জীবন উপভোগ করছেন বলেও জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

.