Madhu Chopra: ‘ছোট পরিবারের কনসেপ্টকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত’, দাবি প্রিয়াঙ্কার মা মধুর...

Priyanka Chopra’s Mother: প্রিয়াঙ্কা চোপড়ার যেকোনও সাক্ষাৎকারেই বারংবার উঠে আসে পরিবারের কথা। কেন তিনি বারংবার পরিবারের কথা বলেন, সে কথাই খোলসা করলেন অভিনেত্রীর মা মধু চোপড়া। পাশাপাশি একান্নবর্তী পরিবার ও ছোট পরিবার নিয়েও নিজের মতামত জানান ডা. মধু চোপড়া।

Updated By: Dec 31, 2023, 03:04 PM IST
Madhu Chopra: ‘ছোট পরিবারের কনসেপ্টকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত’, দাবি প্রিয়াঙ্কার মা মধুর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ার ও পরিবার একই সঙ্গে বরাবরই সামলেছেন প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra)। আসলে তাঁর এই শিক্ষা তিনি পেয়েছেন তাঁর মা মধু চোপড়ার(Madhu Chopra) থেকে। সম্প্রতি পরিবার নিয়ে একটা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, কেউ বাবা-মা হওয়ার জন্য প্রস্তুত থাকে না ও তাঁর হাতে থাকলে তিনি নিউক্লিয়ার পরিবারের কনসেপ্ট নস্যাৎ করে দিতেন।

আরও পড়ুন- Prosenjit Chatterjee Daughter: যোগাযোগ নেই বাবার সঙ্গে, ‘বহু বছর পরে...’ প্রসেনজিতের মেয়ের সঙ্গে হঠাৎ দেখা পল্লবীর!

রশ্মি উচিলের রেইজিং স্টারস বইয়ে তিনি বলেছেন যে তাঁর মেয়ে তাঁর সাক্ষাৎকারগুলিতে সবসময় তাঁর পরিবারের উল্লেখ করে, কারণ তাঁকে কেউ একজন নয়, একটি দল বড় করেছে। মধু তাঁর কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন যখন প্রিয়াঙ্কা এবং তাঁর ভাই সিদ্ধান্ত বড় হচ্ছিলেন এবং তার সন্তানরা মূলত আত্মীয়দের তত্ত্বাবধানেই বড় হয়েছিল।

তিনি বলেন, আমি সবচেয়ে গর্বিত মা এবং প্রিয়াঙ্কা আমার সবচেয়ে পছন্দের বিষয়, যাঁর সম্পর্কে আমি কথা বলতে পছন্দ করি। আমি আমার সন্তানদের নিয়ে অনেক গর্বিত। আমি অনেক অল্প দিয়েছি। ও আমাকে অনেক ফিরিয়ে দিয়েছে। তাঁর কথায়, সন্তানের ওপর মায়ের প্রভাব ৯৫ শতাংশ, বাবা ও পরিবারের বাকি ৫ শতাংশ। প্রিয়াঙ্কা যখন খুব ছোট, তখন তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়। কৈশোরে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এর আগে এক সাক্ষাত্কারে মধু জানিয়েছিলেন, বড় হয়ে ওঠার সময় তাঁদের জীবনে মধু যে অনুপস্থিত ছিলেন, তাঁর কোনও সন্তানই কখনও তার বিরুদ্ধে অভিযোগ করেনি।

আরও পড়ুন- Sonu Nigam| Ranajoy Bhattacharjee: ‘আনন্দে রাতে ঘুম হয়নি’, অরিজিতের পর এবার রণজয়ের সুরে গাইলেন সোনু...

আমার মতে, নিউক্লিয়ার ফ্যামিলি সেট-আপকে জানালা দিয়ে ফেলে দেওয়া উচিত, দাবি মধুর। তাঁর কথায়, আমার ছেলে-মেয়েরা মাসি, মণি, মামা, কাজিনদের নিয়ে বড় হয়েছে। আমার কাছে পরিবারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর বাচ্চাদের ক্ষেত্রেও তাই। প্রিয়াঙ্কা যে কোনও সাক্ষাত্কারে পরিবারের কথা বলেন। যদিও আমি সবসময় একজন কর্মজীবী মা ছিলাম, আমি সবসময় এটা দেখতাম যে বাচ্চাদের কখনও নিজেদের ভরসায় ছেড়ে যাব না। আমার ছেলে-মেয়েরা যৌথ পরিবার ব্যবস্থাকে ভালবাসে।

আমরা ফ্যামিলি গেট টুগেদার পছন্দ করি। আমার স্বামীর পাশে নয়টা বাচ্চা আর আমার পাশে নয়টা বাচ্চা। তুতো ভাইরা যখন এক হয়ে যায়, তখন তাদের মধ্যে উচ্ছ্বাসের শেষ থাকে না। তারা এতটাই ঘনিষ্ঠ যে, আপনি কখনোই প্রকৃত ভাইবোনের কাছ থেকে কাজিনকে আলাদা করতে পারবেন না। বন্ধনটা এতই মজবুত। আমার পরও তারা একে অপরের জন্য থাকবে।

আরও পড়ুন- Shah Rukh Khan: বলিউডের ‘লক্ষ্মীর ভাণ্ডার’, তিন দশক পরেও ২৫০০ কোটি ব্যবসায় বাজিগর বাদশাই...

এর আগে এক সাক্ষাৎকারে মধু প্রিয়াঙ্কাকে খুব ছোট বয়সে বোর্ডিং স্কুলে পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এখনও যখন ভাবি তখন কেঁদে ফেলি এবং এখনও নিজেকে অপরাধী মনে করি। আমার দোষ এই যে, আমি তাকে একটা বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলাম। এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত নয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.