Priyanka Chopra: সারোগেসির মাধ্যমেই ফের মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

একজন শিশুর বেড়ে ওঠার সময় তার ভাই বা বোন থাকা জরুরি এমনটাই মনে করে প্রিয়াঙ্কা ও নিক। তাই তাঁদের মেয়ে মালতী ম্যারির ভাই-বোনের কথা ভেবেছেন এই তারকা দম্পতি, এমনটাই শোনা যাচ্ছে। তবে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়ে মুখ খোলেননি প্রিয়াঙ্কা ও নিক। অন্য একটি নিউজ পোর্টালের খবর যে নিক একাধিক সন্তান চান ও তিনি নাকি চান যে তাঁর সন্তানদের বয়সের ব্যবধান যেন খুব বেশি না হয়। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 26, 2022, 04:40 PM IST
Priyanka Chopra:  সারোগেসির মাধ্যমেই ফের মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বার মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra)? এই প্রশ্নেই সরগরম নোটদুনিয়া। সারোগেসির মাধ্যমে কিছুদিন আগেই বাবা-মা হয়েছেন নিক জোনাস(Nick Jonas) ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। মেয়ের নাম রেখেছেন মালতী ম্যারি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কার মা মালতী ও নিকের মা ম্যারির নামেই মেয়ের নামকরণ করেছেন তাঁরা। এবার শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন তাঁরা। সারোগেসির মাধ্যমেই দ্বিতীয়বার মা হতে চলেছেন প্রিয়াঙ্কা, এমনটাই খবর।

একজন শিশুর বেড়ে ওঠার সময় তার ভাই বা বোন থাকা জরুরি এমনটাই মনে করে প্রিয়াঙ্কা ও নিক। তাই তাঁদের মেয়ে মালতী ম্যারির ভাই-বোনের কথা ভেবেছেন এই তারকা দম্পতি, এমনটাই শোনা যাচ্ছে। তবে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়ে মুখ খোলেননি প্রিয়াঙ্কা ও নিক। অন্য একটি নিউজ পোর্টালের খবর যে নিক একাধিক সন্তান চান ও তিনি নাকি চান যে তাঁর সন্তানদের বয়সের ব্যবধান যেন খুব বেশি না হয়। নিক ও তাঁর ভাই কেভিন জোনাস ও জো জোনাসের মধ্যে বয়সের ফারাক কম।নিক চান, তাঁর সন্তানদের মধ্যেও যে বয়সের বিশেষ ফারাক না থাকে। তাঁরা যেন বন্দুর মতো একে অপরের সঙ্গে মিশতে পারে।

আরও পড়ুন: Prosenjit-Srabanti: বাবা-মেয়ের সম্পর্ক বদলে গেল স্বামী-স্ত্রীতে, জুটি বাঁধছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী!

আরও পড়ুন: FIR against Ranveer Singh: সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট, রণবীরের বিরুদ্ধে দায়ের FIR

শোনা যাচ্ছে, শুধু প্রিয়াঙ্কা বা নিক নয়, তাঁদের পরিবারও চায় নিক ও প্রিয়াঙ্কার একাধিক সন্তান হোক। কিছুদিন আগেই মেয়ে মালতী ম্যারির ছয়মাসের জন্মদিন সেলিব্রেট করেন তারকা দম্পতি। মেয়ের জন্মদিনের সেই ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু মেয়ের মুখ এখনও দেখাননি প্রিয়াঙ্কা। যতবারই মেয়ের ছবি তিনি পোস্ট করেছেন ততবারই মেয়ের মুখে ইমোজি দিয়ে তার চেহারা আড়াল করে দিয়েছে।

আরও পড়ুন: Alia Bhatt: শ্যুটিং সেটে রণবীরের গানে হবু মা আলিয়ার নাচ, ভাইরাল ভিডিয়ো

প্রসঙ্গত বলিউডে এখন শুধু মাতৃত্বের আস্বাদ! আলিয়া ভাট (Alia Bhatt), সোনম কাপুর (Sonam Kapoor) শীঘ্রই তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন। তবে তারই মাঝে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan)এরও ফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ঐশ্বর্য এবিষয়ে নীরব তবে মুখ খুলেছেন করিনা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যে, তাঁর মা হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। সোমবার কানাঘুষো শোনা যাচ্ছিল যে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও নাকি ফের মা হতে চলেছেন। সম্প্রতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পাপারাৎজির তোলা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রানির ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে সত্যিটা কী, তা এখন জানা যায়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.