কমেডি ছবিতে সাফল্যের শীর্ষে পৌঁছে এবারে থ্রিলারে মনোনিবেশ করতে চলেছেন প্রিয়দর্শন। রা-ওয়ান এবং ওম শান্তি ওম-এর চিত্রনাট্যকার মুস্তাক শেখের কাহিনি নিয়ে থ্রিলার বানাচ্ছেন প্রিয়দর্শন।
ইতিমধ্যেই রঙ্গরেজ ছবির জন্য একসঙ্গে কাজ করছেন মুস্তাক ও প্রিয়দর্শন। নতুন ছবি প্রসঙ্গে মুস্তাক জানালেন, "আমি প্রিয়দর্শনের সঙ্গে আরও একটি ছবিতে কাজ করছি। সেটা সম্পর্কে এখনই কিছু বলতে চাই না আমি। তবে এইটুকু বলতে পারি কমেডি আর থ্রিলারের মিশ্রণ রয়েছে চিত্রনাট্যে। বেশ কিছুদিন ধরেই আমরা এই ছবিটার পরিকল্পনা করছি। অনেকদিন ধরেই আমরা একটি থ্রিলারের পরিকল্পনা করছিলাম। এটাই সেরা সময়। এইমুহূর্তে থ্রিলারের জনপ্রিয়তা তুঙ্গে।"
তামিল ছবি নাড়োদিগালের হিন্দি রিমেক রঙ্গরেজ। আগামী ২১ মার্চ মুক্তি পাচ্ছে রঙ্গরেজ।
English Title:
Priyadarshan to direct thriller now
Home Title:
থ্রিলারে আসছেন প্রিয়দর্শন
No
11864
Is Blog?:
No
Section: