সেলুলয়েডে ভিলেন বাস্তবে 'পালক পিতা', দত্তক নিতে চাইছেন গোটা গ্রাম
তেলেঙ্গানার মহাভুবনগড় জেলার কোনডারেড্ডি পাল্লে গ্রাম দত্তক নিতে চান, এই আর্জি জানিয়ে তেলেঙ্গানার আইটি মন্ত্রী কে টি রামা রাওয়ের কাছে আবেদন জানালেন অভিনেতা প্রকাশ রাজ।
ওয়েব ডেস্ক: তেলেঙ্গানার মহাভুবনগড় জেলার কোনডারেড্ডি পাল্লে গ্রাম দত্তক নিতে চান, এই আর্জি জানিয়ে তেলেঙ্গানার আইটি মন্ত্রী কে টি রামা রাওয়ের কাছে আবেদন জানালেন অভিনেতা প্রকাশ রাজ।
তেলেঙ্গানা সরকারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনেতা প্রকাশ রাজ একটি গ্রাম দত্তক নেওয়ার জন্য সরকারের কাছে আর্জি করেছেন। তার সঙ্গে মিশন কাকাটিয়া ও হরিথ হারাম এই প্রকল্প নিয়ে অভিনেতা যে বেশ অভিভূত, সে কথাও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
প্রকাশ রাজ জানান, "আমার সংস্থা ইতিমধ্যেই কর্ণাটকে কিছু সামাজিক উন্নয়ন মূলক কাজ করছে"। তিনি মনে করছেন, সরকার তাঁর এই আবেদন গ্রহন করবেন এবং সামাজিক কাজে তাকে ও তাঁর সংস্থাকেও সাহায্য করবে"।
সেলুলয়ডে প্রকাশ রাজ সাধারণত নেগেটিভ চরিত্রেই বেশি পরিচিত। দক্ষিণের ছবিতে প্রকাশ রাজের অভিনয়ে মুগ্ধ সবাই। এমনকি বলিউডও এখন প্রকাশ রাজের ফ্যান। সলমন খান অভিনীত 'ওয়ান্টেড' সিনেমায় প্রকাশ রাজের অভিনয়ে 'বাহ বাহ' করেছে সিনেমা প্রেমীরা। পর্দায় নেগেটিভ থাকলেও বাস্তবে তাঁর পজেটিভ ভূমিকা দেখে খুশি সরকার থেকে সাধারণ মানুষ, সবাই।