প্রভাসের ‘সাহো’ ছবিতে অভিনয় করবেন একজন বলিউড সুপারস্টার, জানেন তিনি কে?

Updated By: Aug 19, 2017, 02:01 PM IST
প্রভাসের ‘সাহো’ ছবিতে অভিনয় করবেন একজন বলিউড সুপারস্টার, জানেন তিনি কে?

ওয়েব ডেস্ক: প্রভাস মানেই এখন দর্শকদের মনে উন্মাদনা। বাহুবলী তাঁকে এতটাই জনপ্রিয় করে তুলেছে। বাহুবলী তারকা প্রভাস এখন ব্যস্ত সাহো ছবির শ্যুটিং নিয়ে। যাতে শোনা যাচ্ছে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন বলিউড ডিভা শ্রদ্ধা কাপুর । তবে ছবির চমক এখানেই শেষ নয়। সূত্রের খবর, ছবিতে থাকতে চলেছেন আরও একজন বলিউড সুপারস্টার ।

সূত্রের খবর, সাহো ছবিতে বেশ কয়েকজন বলিউড তারকাকে দেখা যাবে। শ্রদ্ধা কাপুরের পাশাপাশি ছবিতে থাকতে চলেছেন নীল নীতিন মুকেশ এবং চাঙ্কি পাণ্ডে ও। তাঁদের দুজনকেই নেগেটিভ রোলে দেখা যাবে। এখানেও শেষ নয়। শোনা যাচ্ছে খুব সম্ভাবত ছবিতে বলিউডের বর্ষীয়াণ অভিনেতা জ্যাকি শ্রফকেও দেখা যেতে পারে। এবং তাঁর চরিত্রটিও গ্রে শেডের। অর্থাত্‌, ছবিতে তিনজন ভিলেন থাকায় সাহো ছবি প্রভাস ভক্তদের জন্য বেশ আকর্ষণীয় হতে চলেছে।

হাতি-র সঙ্গে সেলফি তুললেন অনুষ্কা শর্মা, দেখুন ছবি

.