পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে উপভাষা কবিতার উৎসব
দেখুন কবিতা উৎসব ঝলক...
নিজস্ব প্রতিবেদন : প্রত্যেকবারের মতো এবছরও পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমিতে আয়োজিত হল সারা বাংলা উপভাষা কবিতার উৎসব। ৫ অগস্ট, রবিবার বাংলা অকাদেমির সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অংশুমান কর, সুজিত দাস, অজিতেশ নাগ ও ড: সৌম্যজিৎ আচার্য।
এদিনের এই অনুষ্ঠানে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাচিক শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন ভজন দত্ত ও তপন মণ্ডল অলফণি। এদিনের অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন স্মিতা চক্রবর্তী, ড: বাসুদেব ভট্টাচার্য, চৈতালী হালদার, অসীম ঘোষ, স্বাগতা পাল, মীনাক্ষি ঘোষ, মহুয়া দত্ত, মিঠু ঘোষ, দীপা সরকার, অন্যন্যা সরকার, শর্মিলা গোস্বামী, দেবাদৃতা মণ্ডলের মত শিল্পীরা।
এছাড়াও কবিতা পাঠে ছিলেন কৃষ্ণ দুলাল চট্টোপাধ্যায়, বিপ্লব গঙ্গোপাধ্যায়, চণ্ডীচরণ দাস, শিবাশিস দণ্ড,চৈতালী বক্সী সহ আরও বেশকিছু শিল্পী।
আরও পড়ুন-রণবীরের সঙ্গে বিয়ের পরে অভিনয় ছেড়ে দেবেন আলিয়া?