পাকিস্তানে যাওয়ার কথা কেন বলছেন? প্রশ্ন সাকিব সালিমের

পরিবারকে ফিরিয়ে আনতে চান বলে জানান অভিনেতা 

Updated By: Nov 1, 2019, 03:09 PM IST
পাকিস্তানে যাওয়ার কথা কেন বলছেন? প্রশ্ন সাকিব সালিমের

নিজস্ব প্রতিবেদন: জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সম্প্রতি মুখ খোলেন বলিউড অভিনেতা সাকিব সালিম। বেশ কিছুটা কটাক্ষ করে তিনি বলেন, 'কাশ্মীরে কিছু হয়নি। সবকিছু ঠিকই রয়েছে। গোটা উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে। নিজেদের আত্মীয়স্বজনদের সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। জনপ্রতিনিধিদেরও বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। সেখানকার মানুষের ভবিষ্যত এখন অনিশ্চিত। কিন্তু আপনারা চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে।' জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে রীতিমত শ্লেষের সুরেই কেন্দ্রের সমালোচনা করেন বলিউড অভিনেতা। আর এরপরই তাঁর বিরুদ্ধে গলা চড়াতে শুরু করেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ তো সাকিব সালিমকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক বলেও দাবি করতে শুরু করেন। নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়ে ফের মুখ খুললেন হুমা কুরেশির ভাই।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন : পাকিস্তানই মাতৃভূমি, দাবি আদনান সামির ছেলে আজানের
তিনি বলেন, কাশ্মীরে তাঁর পরিবার রয়েছে কিন্তু ৩৭০ ধারা বিলোপের পর থেকে তাদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বুঝতে পারছেন না, কীভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, নিরাপদে ফিরিয়ে আনবেন তাঁদের। জম্মু কাশ্মীর থেকে পরিবারের মানুষকে নিরাপদে ফিরিয়ে আনতে চাওয়ায় তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলছেন অনেকে। পরিবারের মানুষদের যদি নিরাপদে সুরক্ষিত জায়গায় তিনি ফিরিয়ে আনতে চান, সেখানে তিনি ভুল কি করেছেন বলেও পালটা প্রশ্ন তোলেন 'রেস থ্রি'  অভিনেতা।

আরও পড়ুন : কাশ্মীরে ৩৭০ বিলোপের বিরুদ্ধে মুখ খুললেন সাকিব, পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার নিদান নেটিজেনদের
সাকিব আরও বলেন, কাশ্মীর ৩৭০ ধারা বিলোপের পর ৬৫ দিন ধরে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। বর্তমানে সবে বিএসএনএল পরিষেবা ক্রমশ ঠিক হতে শুরু করেছে। বিএসএনএল পরিষেবা ঠিক হতে শুরু করায় তিনি সবেমাত্র তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। সবকিছু ঠিক হতে আর কতদিন সময় লাগবে, সে বিষয়ে প্রশ্ন তোলায় কেন তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বলিউডের এই অভিনেতা।

.