ক্যান্সারে ভুগছেন 'পিপলি লাইভ' অভিনেতা সীতারাম পাঞ্চাল, ফেসবুকে চাইলেন অর্থ সাহায্য

Updated By: Jul 18, 2017, 09:25 PM IST
ক্যান্সারে ভুগছেন 'পিপলি লাইভ' অভিনেতা সীতারাম পাঞ্চাল, ফেসবুকে চাইলেন অর্থ সাহায্য

ওয়েব ডেস্ক: ফেসবুকে অর্থসাহায্য চাইলেন অভিনেতা। 'পিপলি লাইভ' অভিনেতার জীবনে যেন ফিরে এল রিল লাইফ। ক্যান্সার আক্রান্ত অভিনেতা সীতারাম পাঞ্চাল ভুগছেন চরম অর্থাভাবে, তাই চিকিত্‍সাও গেছে আটকে।

বলিউডের সব বড় প্রজেক্টে অভিনয় করেছেন। পান সিং তোমার ছবিতে  ইরফান খানের সঙ্গে তাঁর অভিনয় তাক লাগিয়ে দিয়েছে। অভিনয় করেছেন অক্ষয় কুমারের সঙ্গেও। জলি এল এল বি টু ছবিতে।এছাড়াও অভিনয় করেছেন পিপলি লাইভ, স্লামডগ মিলিয়নেয়ার, দ্য লেজেন্ড অফ ভগত্‍ সিং ছবিতে। বলিউডের এতগুলো প্রথম সারির ছবিতে অভিনয় করেও আজ চরম অর্থসংকটে সীতারাম পাঞ্চাল। গত তিন বছর ধরে ভুগছেন ফুসফুস ও কিডনির ক্যানসারে। যতদিন যাচ্ছে, অবস্থার অবনতি হচ্ছে আরও। তার উপর টাকা পয়সার অভাবে থেমে গেছে চিকিত্‍সা। সীতারাম পাঞ্চাল এখন একেবারেই শয্যাশায়ী। তাঁর স্ত্রী জানিয়েছেন, এমন অবস্থায় সোশ্যাল সাইটে সাহায্য চাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। তাই সীতারাম আবেদন করেন ফেসবুকে। সীতারামের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন। 

 

.