''শৈশবে যৌন হেনস্থার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায়'' এজাজের স্বীকারোক্তিতে কী বললেন পবিত্র?

 তাঁর কথায়, এজাজের এই স্বীকারোক্তিতে তাঁর অভিনেতার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বহুগুণে বেড়ে গিয়েছে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 3, 2020, 09:29 PM IST
''শৈশবে যৌন হেনস্থার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায়'' এজাজের স্বীকারোক্তিতে কী বললেন পবিত্র?

নিজস্ব প্রতিবেদন : ছোটবেলাতেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সেই আতঙ্ক এখনও তাঁকে তাড়া করে বেড়ায়। সম্প্রতি 'বিগ বস'-এর ঘরে শৈশবের ভয়াবহ স্মৃতি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা এজাজ খান। এবার এজাজের এধরনের স্বীকারোক্তি নিয়ে মুখ খুললেন পবিত্র পুনিয়া। তাঁর কথায়, এজাজের এই স্বীকারোক্তিতে অভিনেতার প্রতি তাঁর ভালোবাসা এবং শ্রদ্ধা বহুগুণে বেড়ে গিয়েছে। 

এজাজের উদ্দেশ্যে পবিত্র লেখেন, ''আমি কখনই ভাবিনি যে আমি এটার লেখার সাহস পাব। .. তবে আমি লিখতে চাই। এটা জানার পর আমি ভেঙে পড়েছি। এবার বুঝতে পারছি তুমি কেন বলতে আমায় ছুঁয়ো না। তবে তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে যে আমি তোমায় সেই উষ্ণতা দিতে পারব, এবং ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতি থেকে বের করে আনতে পারবো। তোমার সুন্দর হৃদয়ের কথা জেনে তোমার জন্য আরও বেশি গর্ববোধ করছি। তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও ১০গুণ বেড়ে গেছে। জীবনের এমন কালো অধ্যায় প্রকাশ করার জন্য সাহস লাগে। আর তুমি সেটাই করেছ।''

আরও পড়ুন-হাঁটুতে গুরুতর চোট নিয়ে 'তেরি ভাবি' গানে জমিয়ে নাচলেন 'কুলি নম্বর ১' বরুণ

গত সোমবার এজাজের শৈশবের ভয়ঙ্কর স্মৃতির কথা শুনে চোখে জল এসে যায় 'বিগ বস-১৪'-এর অন্যান্য প্রতিযোগীদের। তবে এজাজ খান ইমিউনিটি স্টোন পেয়ে 'বিগ বস'-এর প্রথম ফাইনালিস্ট নির্বাচিত হন।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavitra (@pavitrapunia_)

প্রসঙ্গত, এর আগে 'বিগ বস'-এর ঘরে এজাজ খানের সঙ্গে পবিত্র পুনিয়ার প্রেমের রসায়ন প্রকাশ্যে এসেছিল। যদিও পবিত্র গত সপ্তাহেই বিগ বস থেকে বেরিয়ে গিয়েছেন।

আরও পড়ুন-অল্প বয়সী হেমা মালিনীর ভারতনাট্যমের ভিডিয়ো ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

.