পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে Pavel-র নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'

'কলকাতা চলন্তিকা'য় শহর কলকাতার তিন দিনের জীবন উঠে আসবে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 1, 2021, 10:50 AM IST
পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে Pavel-র নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'

নিজস্ব প্রতিবেদন : কলকাতা শহরের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি "কলকাতা চলন্তিকা"। পরিচালনায় পাভেল (Pavel)। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা (Ishaa Saha) রজতাভ দত্ত (Rajatava Dutta), সৌরভ দাস (Sourav Das), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী (Shatabdi Chakraborty), অনির্বান চক্রবর্তী (Anirban Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কিরণ দত্ত (Kiran Dutta) ওরফে বং গাই। তিনিই এই শহরের গল্পগুলির সূত্রধর।

পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা উঠে আসবে পাভেলের এই ছবিতে। পরিচালক পাভেলের কথায়, "এই গল্পটায় শহর কলকাতার তিন দিনের জীবন উঠে আসবে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।"

আরও পড়ুন-যেন অবিকল Katrina Kaif! নেটিজেনরা 'যমজ' বলে ভুল করছেন, কিন্তু কী তাঁর পরিচয়?

 "বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট" এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ।এর আগে পাভেল পরিচালিত 'বাবার নাম গান্ধীজী', 'রসগোল্লা', 'অসুর'-এর মতো ছবি সিনেমাপ্রেমীদের মন কেড়েছে। আর তাই তাঁর নতুন 'কলকাতা চলন্তিকা'য় দর্শকরা আরও একটা ভালো ছবি দেখার আশা করবেন সেটাই স্বাভাবিক। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.