Paris Hilton Sexually Abused : 'আমি তখন ষোড়শী, স্কুল হস্টেলে মেডিক্যাল পরীক্ষার নামে নিয়মিত চলত যৌন নির্যাতন'
'মধ্যরাতে কিংবা কাকভোরে তাঁকে এবং অন্যান্য ছাত্রীদের তোলা হল। হস্টেলের নির্জন একটি ঘরে নিয়ে গিয়ে সর্ভিক্যাল বা মেডিক্যাল পরীক্ষার নামে যৌন হেনস্থা করা হত। ঘরের একটি টেবিলে জোরকরে শুইয়ে দেওয়া হত, তারপর আমার দু'পা দুধারে রেখে সর্ভিক্যাল পরীক্ষার নামে আঙুল শরীরে ঢুকিয়ে দেওয়া হত। আমি কাঁদতে কাঁদতে বলতাম 'না, না' বলে চিৎকার করতাম। ওঁরা বলত মুখ বন্ধ রাখো। এমনকি সেখানে সেসময় কোনও চিকিৎসককে চিকিৎসককেও উপস্থিত থাকতে দেখিনি। এটা শুধু আমাকে নয়, অন্যান্য ছাত্রীদের উপরও করা হয়েছে। এটা খুবই ভয়াবহ ছিল। যদিও এই কথাগুলো আমি বহুবছর নিজের মধ্যেই লুকিয়ে রেখেছি। সেই দিনগুলি বহু বছর ধরে আমায় তাড়া করে ফিরেছে। তখন ঠিক বুঝিনি। তবে এখন বেশ বুঝতে পারি, এটা আসলেই যৌন হেনস্থা ছিল।'
Paris Hilton, Sexually Abused, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : তখন তিনি ষোড়শী, সেসময়ই স্কুলের হস্টেলে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। কৈশোরে নিয়মিত ভাবে স্কুল হস্টেলের কর্মীরা তাঁর উপর যৌন নির্যাতন চালাতেন। সম্প্রতি, নিউ ইয়র্কের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মার্কিন মডেল প্যারিস হিলটন। ৪১-এর মডেল যে কথাগুলি সামনে এনেছেন, তা ভয়াবহ। এই কথাগুলি তিনি আগে কখনও কোথাও বলেননি বলেই জানিয়েছেন। তাঁর উপর নিয়মিত শারীরিক, মানিসিক এবং মৌখিকভাবে নির্যাতন চালানো হয়েছে।
সময়টা ৯-এর দশক, বছর ১৬-র প্যারিস হিলটন তখন পড়তেন মার্কিন মুলুকের খ্যতনাম প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে। মার্কিন মডেলের অভিযোগ, সেখানে ছাত্রীদের উপর যৌন নির্যাতন চালাতেন বোর্ডিংয়ে কর্মীরা। প্যারিস হিলটনের কথায়, 'মধ্যরাতে কিংবা কাকভোরে তাঁকে এবং অন্যান্য ছাত্রীদের তোলা হল। হস্টেলের নির্জন একটি ঘরে নিয়ে গিয়ে সর্ভিক্যাল বা মেডিক্যাল পরীক্ষার নামে যৌন হেনস্থা করা হত। ঘরের একটি টেবিলে জোরকরে শুইয়ে দেওয়া হত, তারপর আমার দু'পা দুধারে রেখে সর্ভিক্যাল পরীক্ষার নামে আঙুল শরীরে ঢুকিয়ে দেওয়া হত। আমি কাঁদতে কাঁদতে বলতাম 'না, না' বলে চিৎকার করতাম। ওঁরা বলত মুখ বন্ধ রাখো। এমনকি সেখানে সেসময় কোনও চিকিৎসককে চিকিৎসককেও উপস্থিত থাকতে দেখিনি। এটা শুধু আমাকে নয়, অন্যান্য ছাত্রীদের উপরও করা হয়েছে। এটা খুবই ভয়াবহ ছিল। যদিও এই কথাগুলো আমি বহুবছর নিজের মধ্যেই লুকিয়ে রেখেছি। সেই দিনগুলি বহু বছর ধরে আমায় তাড়া করে ফিরেছে। তখন ঠিক বুঝিনি। তবে এখন বেশ বুঝতে পারি, এটা আসলেই যৌন হেনস্থা ছিল।'
আরও পড়ুন-'আদিপুরুষ' বিতর্ক, নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে হিন্দুসেনা
It's important to open up about these painful moments so I can heal & help put an end to this abuse. Watch the @NYTimes video that shares my story & deeply disturbing information about Provo Canyon School’s owners Universal Health Services. Help me #ShutDownProvo #UHSTakeAction
— ParisHilton (@ParisHilton) October 11, 2022
প্যারিস হিলটনের কথায়, 'আমার শৈশব আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমি জানি, আজও বহু ছোটছোট ছাত্রীদের উপর এধরনের নির্যাতন চলে। এটা নিয়ে কথা বলা খুবই জরুরী ছিল, যাতে আমার মতো নির্যাতিতাদের ক্ষতে প্রলেপ লাগে। সর্ভিক্যাল বা মেডিক্যাল পরীক্ষার নামে এধরনের নির্যাতন বন্ধ হোক।'