''Bollywood-এ ছেলেকে লঞ্চ করার মতো টাকা নেই'', সাফ জানালেন Paresh Rawal

 ছেলের বলিউডে কাজ করা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 16, 2021, 08:16 PM IST
''Bollywood-এ ছেলেকে লঞ্চ করার মতো টাকা নেই'', সাফ জানালেন Paresh Rawal

নিজস্ব প্রতিবেদন  : গতবছরই Zee5-র 'বমফাড়' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল (Aditya Rawal)। এছাড়া সঞ্জয় দত্ত, অর্জুন কাপুরের 'পানিপথ' ছবিতে সহ চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন পরেশ রাওয়াল পুত্র। সম্প্রতি হনসল মেহতার ছবিতেও সই করেছেন আদিত্য। ছেলের বলিউডে কাজ করা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। 

জানা যায়, বলিউডে ছেলেমেয়েদের লঞ্চ করার দায়িত্ব সাধারণত তারকারা নিজেরাই নেন। সেক্ষেত্রে ছেলেমেয়েদের প্রথম ছবির জন্য তারকাদের বিপুল পরিমান টাকা ঢালতে হয়। তবে আদিত্য রাওয়ালের ক্ষেত্রে তা হয়নি। ছেলেকে লঞ্চ করার বিষয়ে সম্প্রতি পরেশ রাওয়াল (Paresh Rawal) বলেন, ''আমি আমার ছেলেকে লঞ্চ করিনি, কারণ আমার অত টাকা নেই। ছেলেমেয়েদের লঞ্চ করার ক্ষেত্রে অনেক বড় কিছু প্রয়োজন। তার থেকে এটা ভালো নয় কি যে ও নিজের চেষ্টায় কাজ পেয়েছে। বাবার সাহায্যের প্রয়োজন ওর নেই।''

আরও পড়ুন-Julia's Eyes-র বাংলা রিমেক 'অন্তর্দৃষ্টি'তে Rituparna, থাকছেন Riteish Deshmukh

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansal Mehta (@hansalmehta)

পরেশ রাওয়ালের (Paresh Rawal) কথায়, '''বমফাড়' ছবিতে আদিত্যর অভিনয় দর্শকদের ভালো লেগেছে। ও হনসল মেহতার মত পরিচালকের ছবিতে ও কাজ করছে। আদিত্য চিত্রনাট্য লিখতেও পারে।''

প্রসঙ্গত, অভিনয়ে আসার আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে পড়াশোনা করেছেন আদিত্য রাওয়াল (Aditya Rawal)। এছাড়া লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টসে ৬-৮ মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.