চতুর্থ সূত্রের নাট্যোত্সবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য অভিনয়

দৈনন্দিন জীবনে নানা প্রতিকূলতার মাঝেও মজার রস আস্বাদন করা যায়। কীভাবে করা যায় তা দেখালেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার চতুর্থ সুত্র আয়োজিত বীজপুর আন্তর্জাতিক নাট্যোত্সবে মঞ্চস্থ হল  পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত মিথ্যাবাদী। হালিশহরকে নাটকের পীঠস্থান বলে দাবি করলেন কীংবদন্তী এই অভিনেতা। এই উত্সবের মিডিয়া পার্টনার ২৪ ঘণ্টা।

Updated By: Dec 20, 2016, 05:23 PM IST

ওয়েব ডেস্ক: দৈনন্দিন জীবনে নানা প্রতিকূলতার মাঝেও মজার রস আস্বাদন করা যায়। কীভাবে করা যায় তা দেখালেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার চতুর্থ সুত্র আয়োজিত বীজপুর আন্তর্জাতিক নাট্যোত্সবে মঞ্চস্থ হল  পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত মিথ্যাবাদী। হালিশহরকে নাটকের পীঠস্থান বলে দাবি করলেন কীংবদন্তী এই অভিনেতা। এই উত্সবের মিডিয়া পার্টনার ২৪ ঘণ্টা।

আরও পড়ুন- স্টারডাস্ট এওয়ার্ডে 'ইউনিফর্ম'-এ সোনম-জ্যাকলিন

শীতের আমেজ নিয়ে জমে উঠেছে চতুর্থ সূত্রের বীজপুর আন্তর্জাতিক নাট্যোত্‍সব। এই নাট্যোত্সবের প্রতিটি প্রযোজনাই মন কেড়েছে দর্শকদের। একক অভিনয় দক্ষতা ও দলগত পারফর্মেন্সের ক্ষেত্রেও নাচকগুলি প্রশংসিত হয়ছে দর্শক মহলে। নাটকের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চার এই প্রয়াস সত্যিই অভিনন্দনযোগ্য।

আরও পড়ুন- স্টারডাস্ট অ্যাওয়ার্ডে অনিরুদ্ধ রায়চৌধুরি হাতে ডিরেক্টর অব দ্যা ইয়ারের খেতাব

.