পাকিস্তানে নিষিদ্ধ হল অক্ষয় কুমারের নয়া স্পাই থ্রিলার বেবি
পাকিস্তানে নিষিদ্ধ হল অক্ষয় কুমারের নয়া থ্রিলার বেবি। মুসলিমদের এই সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখানো হয়েছে, এই অভিযোগে পাক সেন্সার বোর্ড ব্যান করল এই সিনেমাকে।
ওয়েব ডেস্ক: পাকিস্তানে নিষিদ্ধ হল অক্ষয় কুমারের নয়া থ্রিলার বেবি। মুসলিমদের এই সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখানো হয়েছে, এই অভিযোগে পাক সেন্সার বোর্ড ব্যান করল এই সিনেমাকে।
পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন অনুযায়ী ''বেবিতে মুসলিমদের নেতিবাচক ভাবমূর্তি দেখানো হয়েছে। এই সিনেমার খলনায়করাও সবাই মুসলিম। করাচি ও ইসলামাবাদের সেন্সর বোর্ড তাই সম্বিলিত ভাবে এই সিনেমা ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।''
এই সিনেমাড় সমস্ত সিডি ও ডিভিডি-ও ইসলামাবাদে নিষিদ্ধ হয়ে গেছে। পাকিস্তানে এই সিনেমার ডিস্ট্রিবিউটর এভেরেডি পিকচার্সের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
আজই পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল বেবি-র।
বেবিতে পাক টেলি অভিনেতা মিকাল জুলফিকর ও রাশিদ নাজ অভিনয় করেছেন।
মুক্তি পাওয়ার আগেই 'বেবি'-র বিরুদ্ধে পাকিস্তান ও ইসলাম বিরোধীতার অভিযোগ উঠেছিল। ছবির পরিচালক নীরজ পান্ডে অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
একটি সংবাদপত্রে পান্ডে তাঁর সাফাই দিয়ে বলেছিলেন ''আমি মনে করি কোনও ব্যক্তি ভুল হতে পারে, কিন্তু কোনও দেশ বা ধর্ম ভুল হতে পারে না। আমরা সব সময় এই বিষয়টি মাথায় রেখেছি। আমাদের ছবি তিনজন পাকিস্তানি অভিনেতা আছেন। এই সিনেমায় পাকিস্তান বিরোধী কিছুই নেই। কোনও নির্দিষ্ট ধর্ম বা দেশের প্রতি কোনও কোনও ঘৃণা ছড়াতে চাইনি আমরা। এই সিনেমা সন্ত্রাসবাদ বিরোধী।''
অক্ষয় কুমারও জানিয়েছেন তাঁর নতুন সিনেমা মোটেও পাকিস্তান বিরোধী নয়।