‘টয়লেট এক প্রেম কথা’ করমুক্ত হওয়া উচিত্: প্যাহেলাজ নিহালনি
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত ছবি টয়লেট এক প্রেম কথা । ছবির বিষয়বস্তু প্রসঙ্গে অক্ষয় কুমারের প্রশংসা করেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সন প্যাহেলাজ নিহালনি । শুধু তাই নয়, ছবিটিকে ট্যাক্স ফ্রি করা উচিত্!, সে কথাও বলেছেন।
ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত ছবি টয়লেট এক প্রেম কথা । ছবির বিষয়বস্তু প্রসঙ্গে অক্ষয় কুমারের প্রশংসা করেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সন প্যাহেলাজ নিহালনি । শুধু তাই নয়, ছবিটিকে ট্যাক্স ফ্রি করা উচিত্!, সে কথাও বলেছেন।
মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি টয়লেট এক প্রেম কথার ট্রেলার । বৃহস্পতিবার প্যাহেলাজ নিহালনি তাঁর সঙ্গে অক্ষয় কুমারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে বলেছেন যে, স্বচ্ছ্ব ভারত অভিযান প্রোমোট করছে এই ছবি । সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। তাই ছবিটি অবশ্যই কর মুক্ত করে দেওয়া উচিত্। তাঁর এই পোস্টের উত্তরে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমার ।
.@akshaykumar's #ToiletEkPremKatha should be made tax-free- CBFC chief @NihalaniPahlaj.https://t.co/ykMowxLw0F pic.twitter.com/UpyWqowthT
— DC Entertainment (@EntDC) June 9, 2017