অসাধারণ, অনবদ্য, 'পদ্মাবত' দেখে মুগ্ধ ফিল্ম সমালোচকরা
পদ্মাবত মুক্তি পেতে হাতে আরও একটা দিন। দেশজুড়ে ২৫ জানুয়ারি এবং এরাজ্যে ২৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে ৬ টার পরই মুক্তি পাবে বনশালির সিনেমা। দীর্ঘ বিতর্কের কারণে সিনেমাটি নিয়ে খুব স্বাভাবিক ভাবেই সিনেমাপ্রেমী আগ্রহ তুঙ্গে। তবে স্পেশাল স্ক্রিনিংয়ে ফিল্ম সমালোচকরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন সিনেমাটি।
নিজস্ব প্রতিবেদন : পদ্মাবত মুক্তি পেতে হাতে আরও একটা দিন। দেশজুড়ে ২৫ জানুয়ারি এবং এরাজ্যে ২৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে ৬ টার পরই মুক্তি পাবে বনশালির সিনেমা। দীর্ঘ বিতর্কের কারণে সিনেমাটি নিয়ে খুব স্বাভাবিক ভাবেই সিনেমাপ্রেমী আগ্রহ তুঙ্গে। তবে স্পেশাল স্ক্রিনিংয়ে ফিল্ম সমালোচকরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন সিনেমাটি।
তরণ আদর্শ, রমেশ বালা থেকে থেকে শুরু করে খ্যাতনামা ফিল্ম সমালোচকরা। তরণ আদর্শ সিনেমাটি ৫এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন। তাঁর কথায় সিনেমাটি 'আউটস্যান্ডিং', 'মাস্টারপিস'।
#OneWordReview...#Padmaavat: O-U-T-S-T-A-N-D-I-N-G.
It's a MASTERPIECE.
Rating:- ½
Detailed review follows.
— taran adarsh (@taran_adarsh) January 23, 2018
অন্যদিকে ফিল্ম সমালোচক রমেশ বালার সিনেমাটিকে অকল্পনীয় সুন্দর বলে ব্যাখ্যা দিয়েছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আলাউদ্দিন খলজি রূপী রণবীর সিংয়ের। তাঁর কথায় সিনেমাটি না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এটা কতটা অসাধারণ। তিনিও সিনেমাটিকে সর্বক্ষেত্রে ৫এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন।
#Padmaavat 1st Half: An Epic in the making.. A visual spectacle.. @deepikapadukone as #Padmavati is some1 u admire and revere at the same tym.. Her screen presence has to be seen to be believed.. @RanveerOfficial as Madman #Khilji is terrifying and terrific at the same tym
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2018
#Padmaavat [4.5/5]: An Epic in every sense of the word.. A movie Indian Cinema can be proud of..
What a performance by the cast..
Goosebumps inducing Climax.. U will leave the theater stunned..
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2018
#Padmaavat [4.5/5] : @deepikapadukone as Rani #Padmavati is exceptional.. Her dignified portyal of the character will fetch her lot of awards..
The role requires someone who is a stunning beauty, with intelligence and kindness..
She is convincing in all three counts..
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2018
#Padmaavat [4.5/5]: @RanveerOfficial 's acting is Vera Level..
From his opening scene to the climax, he scores in each and every scene..
His intensity and body language..
Another award worthy performance..
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2018
#Padmaavat [4.5/5]: @shahidkapoor as the king is dignified.. A memorable and respectable performance indeed.. Climax sword fight..
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2018
#Padmaavat [4.5/5]: Finally, Dir #SLB has delivered a Masterpiece..
Outstanding cinema..
A movie not only #Rajputs but all Indians can be proud of..
MUST WATCH!
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2018
ফিল্ম সমালোচকদের কথায়, 'পদ্মাবত' রাজা রাওয়াল রতন সিং রূপে শাহিদ কাপুর, রানি পদ্মীনী রূপে দীপিকা পাড়ুকোনের অভিনয় তো প্রশংসার দাবি রাখেই। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে আলাউদ্দিন খলজি রণবীরের অভিনয়। বেশ বোঝা যাচ্ছে তিনি এই চরিত্রের মধ্যে ঢোকার জন্য কতটা পরিশ্রম করেছেন।
সিনেমাটির চিত্রনাট্য, থেকে শুরু করে মিউজিক, কোরিওগ্রাফি সবকিছুতেই ছাপিয়ে গেছেন বনশালি। আর সবথেকে বড় কথা, 'পদ্মাবত' নিয়ে রানি পদ্মিনীকে ছোট করার যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ সিনেমাটি দেখলে এক ঝটকায় বদলে যাবে বলেই দাবি করেছেন ফিল্ম সমালোচকরা। অভিযোগের তো কোনও প্রশ্নই নেই উপরন্তু 'পদ্মাবত' রাজপুতদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরও বেশি করে সামনে এনেছে বলে মনে করেছেন ফিল্ম সমালোচকরা। তাঁদের কথায় সিনেমাটি দেখে রাজপুত সহ সকল ভারতীয়দেরই গর্ব হওয়া উচিত বলেই মনে করছেন সকলে।