অ্যান্ড দ্য অস্কার গোস টু... 'টুয়েলভ ইয়ারস আ স্লেভ'

চলছে চলচ্চিত্র বিশ্বের সেরা পুরস্কার অস্কার অনুষ্ঠান। ৮৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দেখছে গোটা বিশ্ব। শুরু হয়েছে রেডকার্পেট পর্ব। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এর আয়োজন করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

Updated By: Mar 3, 2014, 03:55 PM IST

৮৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরষ্কার পেল টুয়েলভ ইয়ারস আ স্লেভ। ওই সিনেমাতেই অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লুপিটা নিয়ং।তবে এদিনের অস্কার অনুষ্ঠানে জয়জয়কার ছিল মহাকাশের জীবন নিয়ে তৈরি ছবি গ্র্যাভিটির। সেরা পরিচালক, ভিসুয়াল এফেক্ট, সাউন্ড মিক্সিং, সিনেমাটোগ্রাফি, এডিটিং সহ সাতটি পুরস্কার জিতে নিয়েছে এই ছবিটি।

সেরা অ্যানিমেটেড ছবির অ্যাওয়ার্ডটা অবশ্য জিতেছে ডিজনের থ্রিডি অ্যানিমেশন ফ্রোজেন। লস এঞ্জেলসের ঐতিহাসিক ডলবি থিয়াটারের অস্কার সন্ধের প্রথন ঘোষণা হওয়া পুরস্কারটি ছিল সেরা সহ অভিনেতার। ডালাস বায়ার্স ক্লাব সিনেমায় অভিনয়ের জন্য সেই পুরস্কারটি জিতে নেন জারেড লেটো। ওই একই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পান ম্যাথ্যু ম্যাককোনাগে। এদিন সেরা কস্টিউম ডিজাইন, প্রোডাকশন ডিজাইনের পুরস্কার জিতেছে দ্য গ্রেট গ্যাটসবি। সেরা বিদেশি ছবি ইটালির দ্য গ্রেট বিউটি।

সকাল ১০.১৫টা-- সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ ম্যাককনাউহে (ডালাস বায়ার্স ক্লাব)
এই বিভাগে মনোনয়নের তালিকায় ছিলেন
ক্রিসটিন বেল (আমেরিকান হ্যসল), ব্রুস ড্যারেন (নেবরাসকা), লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট), সিউয়িটাল ইজিওফর (১২ ইয়ারস অ্য স্লেভ), ম্যাথিউ ম্যাককনাউগহে (ডালাস বায়ার্স ক্লাব)
--------------

এবারের অ্যাকাডেমি পুরস্কারে মোট ৭টি বিভাগে অস্কার পেল গ্র্যাভিটি।
এখনও পর্যন্ত যেসব বিভাগে অস্কার জিতল গ্রাভিটি
সেরা পরিচালক, সেরা অরিজিন্যাল স্কোর, সেরা ভিস্যুয়াল এফেক্ট, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ফিল্ম এডিটিং,সেরা সাউন্ড মিক্সিং, সেরা এডিটিং

------------------

সকাল ১০.১৫টা-এবার সেরা অভিনেত্রী বিভাগে জয়ীর নাম ঘোষণা হবে
অ্যান্ড দ্য উইনার ইজ কেট ব্লাঞ্চেট (ব্লু জেসমিন)

এই বিভাগে মনোনয়নে ছিলেন
ক্রিসটিন বেল (আমেরিকান হ্যসল), ব্রুস ড্যারেন (নেবরাসকা), লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট), সিউয়িটাল ইজিওফর (১২ ইয়ারস অ্য স্লেভ), ম্যাথিউ ম্যাককনাউগহে (ডালাস বায়ার্স ক্লাব)
----------------

সকাল ১০টা-সেরা পরিচালকের পুরস্কার পেলেন আলফনসো কুয়ারন (গ্রাভিটি)
এই বিভাগে মননোনয়নের তালিকায় ছিলেন
ডেভিড ও. রাসেল (আমেরিকান হ্যসল), আলফনসো কুয়ারন (গ্রাভিটি), আলেকজান্ডার পেয়নি (নেবরাসকা), স্টিভ ম্যাককুইন (১২ ইয়ারস অ্য স্লেভ), মার্টিন স্করসিসি (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)।
------------

সকাল ৯.৩০টা- বেস্ট মেকআপ ও হেয়ারস্টাইলিং পুরস্কার ঘোষিত হবে
অ্যান্ড দ্য উইনার ইজ অ্যাডরুথা লি, রবিন ম্যাথুজ( ডালাস বায়ার্স ক্লাব)

এই বিভাগে মনোনতিরা ছিলেন--

Dallas Buyers Club (Adruitha Lee, Robin Mathews)
Jackass Presents: Bad Grandpa (Stephen Prouty)
The Lone Ranger (Joel Harlow, Gloria Pasqua-Casny)
---------------------
সকাল ৯.১৫টা-- সেরা কস্টিউম ডিজাইন বিভাগে পুরস্কার ঘোষিত হবে-
এই বিভাগে জয়ী হলেন ক্যাথেরিন মার্টিন (দ্য গ্রেট গেটসবাই
এই বিভাগে মনোনতিরা হলেন--

আমেরিকান হ্যাসল (মিখায়েল উইলকিনসন), দ্য গ্রান্ডমাস্টার (উইলিয়াম চ্যাং সুক পিঙ), দ্য গ্রেট গেটসবাই (ক্যাথরিন মার্টিন), দ্য ইনভিজিবল ওম্যান (মিখায়েল ও’কনর), টোয়েল্ভ ইয়ারস অ্য স্লেভ (প্যাট্রিসিয়া নরিস)।
---------------------------------
সকাল ৯টা-- সেরা সহ অভিনেতা বিভাগে পুরস্কার ঘোষিত হবে

এই বিভাগের পুরস্কার দিতে মঞ্চে উঠলেন অ্যানি হ্যাথাওয়া (Anne Hathaway )
অ্যান্ড দ্য উইনার ইজ- জারেড লাটো(ডালাস বায়ার্স ক্লাব)।

এই বিভাগে মনোনিতরা ছিল
বার্কহাদ আবদি (ক্যাপটেন ফিলিপস), ব্রাডলি কুপার (আমেরিকান হ্যসল), মিখায়েল ফাসবেনডার (১২ ইয়ারস অ্য স্লেভ), জোনাহ হিল (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট), জারেড লাটো (ডালাস বায়ার্স ক্লাব)।
------------------------------
সকাল ৮.৪৫টা-- এবার সেরা ভিজ্যুয়াল এফেক্টস (Best Visual Effects) বিভাগে পুরস্কার দেওয়া হবে
অ্যান্ড দ্য অ্যাওয়ার্ডস গোজ টু--গ্র্যাভিটি (টিম হোয়েবার, ক্রিস লরেন্স, দেভ শ্রিক, নেল কোরবোল্ড

এই বিভাগে মনোনিতরা ছিলেন
হোবিট, আয়রন ম্যান থ্রি, দ্য লোন রেনজরা , স্টার ট্রেক ইন টু ডেনজার
The nominees were:
Gravity (Tim Webber, Chris Lawrence, Dave Shirk, Neil Corbould)
The Hobbit: The Desolation of Smaug (Joe Letteri, Eric Saindon, David Clayton, Eric Reynolds)
Iron Man 3 (Christopher Townsend, Guy Williams, Erik Nash, Dan Sudick)
The Lone Ranger (Tim Alexander, Gary Brozenich, Edson Williams, John Frazier)
Star Trek Into Darkness (Roger Guyett, Patrick Tubach, Ben Grossmann, Burt Dalton)

----------------------------
সকাল ৮.৩০টা-- সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম-হিলিয়াম (অ্যান্দ্রেস ওয়াল্টার, কিম ম্যাগনুসসন)
Best Live Action Short Film award goes to Helium (Anders Walter, Kim Magnusson).

এই বিভাগে মনোনয়ন পেয়েছিল--
দ্যট ওয়াইজ নট মি (ইস্তেবান ক্রেসপো)
জাস্ট বিফোর লুজিং এভরিথিং (জেভিয়ার লেগার্ন্ড, আলেকজান্দ্রা গাভরাস)
হিলিয়াম (অ্যান্দ্রেস ওয়াল্টার, কিম ম্যাগনুসসন)
দ্য ভোরম্যান প্রবলেম (মার্ক গিল, বাল্ডউইন লি)
ডু আই হ্যাভ টেক কেয়ার এভরিথিং (সেলেমা, সারি)

The nominees were:
Aquel No Era Yo (That Wasn't Me) (Esteban Crespo)
Avant Que De Tout Perdre (Just Before Losing Everything) (Xavier Legrand, Alexandre Gavras)
Helium (Anders Walter, Kim Magnusson)
Pitääkö Mun Kaikki Hoitaa? (Do I Have to Take Care of Everything?) (Selma Vilhunen, Kirsikka Saari)
The Voorman Problem (Mark Gill, Baldwin Li)

-----------------------

সকাল ৮টা- সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগের পুরস্কার দেওয়া হবে--
এই বিভাগে অস্কার জিতলেন- দ্য লেডি ইন নাম্বার সিক্স: মিউজিক সেভড মাই লাইফ (ম্যালকম ক্লার্ক, নিকোলাস রেড)

এই বিভাগে মনোনয়ন পেয়েছিল--
কেভ ডিগার (জেফ্রি কারোফ), ফেসিং ফিয়ার (জেসন কোহেন), কারমা হেজ নো ওয়ালস (সারা ইসাক), দ্য লেডি ইন নাম্বার সিক্স: মিউজিক সেভড মাই লাইফ (ম্যালকম ক্লার্ক, নিকোলাস রেড),প্রিজন টার্মিনাল (এডগার বারেনস)

----------------------------------

সকাল ৭.৪৫টা- বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগের পুরস্কার দিতে উঠলেন অভিনেতা ব্র্যাডলি কুপার।
ঘোষিত হতে চলেছে বেস্ট ডকুমেন্টারি ফিচার বিভাগের জয়ীর নাম
অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু-টোয়েন্টি ফিট ফর্ম স্টারডম

এই বিভাগে মনোনিতরা হলেন- দ্য অ্যাক্ট অব কিলিং, কিউটি অ্যান্ড দ্য বক্সার, ডার্টি ওয়ারস, দ্য স্কয়ার,টোয়েন্টি ফিট ফ্রম স্টারডম।
------------------------------------------------

সকাল ৭.২০টা- ঘোষিত হতে চলেছে সেরা বিদেশি ভাষার ছবির নাম
অ্যান্ড দ্য উইনার ইজ- দ্য গ্রেট বিউটি (ইটালি)
Best Foreign Language Film is 'The Great Beauty'

এই বিভাগে চূড়ান্ত পর্ব মনোনিতরা ছিল
ব্রোকেন সার্কল ব্রেকডাউন (বেলজিয়াম)
দ্য গ্রেট বিউটি (ইটালি)
দ্য হান্ট (ডেনমার্ক)
দ্য মিসিং পিকচার (কাম্বোডিয়া)
ওমার (পালেস্টাইন)
-------------------------------------

সকাল ৭টা- ঘোষিত হতে চলেছে সেরা সাউন্ড এডিটিং (শব্দ সম্পাদনা) বিভাগের জয়ীর নাম
এই বিভাগে অস্কার পেল- গ্র্যাভিটি

সেরা সাউন্ড এডিটিং বিভাগে মনোনিতরা ছিল--
ক্যাপ্টেন ফিলিপস, গ্র্যাভিটি,দ্য হবিট, ইনসাইড লিউইন ডেভিসস, লোন সারভাইভার

Best Sound Mixing- The nominees were:
Captain Phillips (Chris Burdon, Mark Taylor, Mike Prestwood Smith, Chris Munro)
Gravity (Skip Lievsay, Niv Adiri, Christopher Benstead, Chris Munro)
The Hobbit: The Desolation of Smaug (Christopher Boyes, Michael Hedges, Michael Semanick, Tony Johnson)
Inside Llewyn Davis (Skip Lievsay, Greg Orloff, Peter F. Kurland)
Lone Survivor (Andy Koyama, Beau Borders, David Brownlow)
-----------------------------------------------------
সকাল ৬.৩০টা-- বেস্ট সিনেমাটোগ্রাফি
এই বিভাগে অস্কার পেল-ইমান্যুয়েল লুবেজকি (গ্র্যাভিটি)
The winner is Emmanuel Lubezki for 'Gravity'.

এই বিভাগে মনোনয়ন পেয়েছিল-
দ্য গ্রান্ড মাস্টার (ফিলিপ ডি সোর্ড), গ্রাভিটি (ইমানুয়েল লুবেস্কি), ইনসাইড লিউয়ান ডেভিস (ব্রুনো ডেলবোনেল), নেবরাসকা (ফিডন পাপামিখায়েল), প্রিজনারস (রজার অ্য. ডিকিনস)।

---------------------------------------------------------------

সকাল ৬টা- ঘোষিত হতে চলেছে সেরা ফিল্ম এডিটিংয়ের (সম্পাদনা) নাম--

অস্কার পেল-- আলফনসো কুয়ারোন, মার্ক সানগের (গ্র্যাভিটি)
Best Editing-- Alfonso Cuarón, Mark Sanger for 'Gravity'
এই বিভাগে মনোনিতরা ছিলেন--
আমেরিকান হ্যসল (জে ক্যাসিডি, ক্রিসপিন স্টুথারস, অ্যালান বাউমগারটেন), ক্যাপ্টেন ফিলিপস (ক্রিস্টোফার রউস), ডালাস বায়ার্স ক্লাব (জন ম্যাক ম্যাকমার্ফি, মার্টিন পেনসা), গ্র্যাভিটি (আলফনসো কুয়ার্টন, মার্ক সানজির), টুয়েলভ ইয়ারস অ্য স্লেভ (জো ওয়াকার)।
--------------------------------------

.