অস্কারের মঞ্চে ইরফান ও ভানু স্মরণ, বিশ্বমঞ্চ কুর্নিশ জানাল ২ ভারতীয়কে
২০২০-র অক্টোবর মাসে প্রয়াত হন ভানু। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন টানা ২ বছর। গত বছর এপ্রিল মাসে প্রয়াত হন ইরফান।
নিজস্ব প্রতিবেদন- ৯৩ তম অস্কারের মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হল প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খানকে। ইরফান ছাড়াও স্মরণতালিকায় ছিলেন ভারতের প্রথম অস্কারজয়ী ফ্যাশন ডিজাইনার ভানু আথাইয়া। ভারতীয় সময় সোমবার ভোররাতে অনুষ্ঠিত হল ৯৩ তম অস্কার। বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয় অ্যাকাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে। এবারে সেই বিভাগে দুই ভারতীয়কে স্মরণ করা হল।
ভানু আথাইয়া ১৯৮৩ সালে অস্কার জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গান্ধী’র পোশাক পরিকল্পনার জন্য। ২০২০-র অক্টোবর মাসে প্রয়াত হন ভানু। মস্তিষ্কের রোগে আক্রান্ত ছিলেন তিনি। বলিউডের প্রচুর কালজয়ী ছবিতে কাজ করেছেন তিনি। ‘সিআইডি’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গুলাম’, ‘তিসরি মঞ্জিল, ‘লেকিন’, ‘লগান’ এমন বহু ছবিতে পোশাক পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন: এবার আক্রান্ত পার্নো মিত্র, টলিউডে কোভিডের থাবা চলছেই
গত বছর আমরা হারিয়েছি বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ইরফান খানকে। চলচিত্র জগতকে শোকস্তব্ধ করে প্রয়াত হন তিনি। শুধু ভারতীয় ছবিই নয়, হলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন ইরফান। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘ইনফার্নো’র মতো ছবিতে অভিনেতা হিসেবে দেখা গিয়েছে তাঁকে। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন টানা ২ বছর। গত বছর এপ্রিল মাসে প্রয়াত হন ইরফান। এই দুই প্রয়াত ভারতীয়কেই স্মরণ করা হল অস্কারের মঞ্চে।