৬৬ বছর বয়সেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওম পুরী

ওম পুরী আর নেই। ৬৬ বছর বয়সেই চলে গেলেন এই কিংবদন্তি অভিনেতা। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতা ওম পুরীর মৃত্যুর খবর সরকারি ভাবে ঘোষণা করেন তাঁর স্ত্রী নন্দিতা পুরী (উল্লেখ্য তাঁর সঙ্গে অনেকদিন আগেই ছাড়াছাড়ি হয়ে যায় ওম পুরীর)।  "নিজের বিছানায় শান্তিতে শায়িত রয়েছে, দেখে বিশ্বাসই হচ্ছে না, আমাদের দেশের অন্যতম সেরা অভিনেতা ওম পুরী আর নেই। আমি হতবাক এবং শোকাহত", কিংবদন্তি অভিনেতা ওম পুরীর মৃত্যুতে শোকপ্রকাশ অভিনেতা অনুপম খেরের।

Updated By: Jan 6, 2017, 09:53 AM IST
৬৬ বছর বয়সেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওম পুরী

ওয়েব ডেস্ক: ওম পুরী আর নেই। ৬৬ বছর বয়সেই চলে গেলেন এই কিংবদন্তি অভিনেতা। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতা ওম পুরীর মৃত্যুর খবর সরকারি ভাবে ঘোষণা করেন তাঁর স্ত্রী নন্দিতা পুরী (উল্লেখ্য তাঁর সঙ্গে অনেকদিন আগেই ছাড়াছাড়ি হয়ে যায় ওম পুরীর)।  "নিজের বিছানায় শান্তিতে শায়িত রয়েছে, দেখে বিশ্বাসই হচ্ছে না, আমাদের দেশের অন্যতম সেরা অভিনেতা ওম পুরী আর নেই। আমি হতবাক এবং শোকাহত", কিংবদন্তি অভিনেতা ওম পুরীর মৃত্যুতে শোকপ্রকাশ অভিনেতা অনুপম খেরের।

 

অভিনেতা ওম পুরীর আকস্মিক মৃত্যুতে টুইটে শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা বোমান ইরানি, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। 

 

 

 

 

.