Nusrat Jahan: দুপুরেই আসছে সুখবর! সকাল সকাল ইনস্টাগ্রামে বিশেষ বার্তা নুসরতের

কী লিখলেন সাংসদ-অভিনেত্রী?

Updated By: Aug 26, 2021, 09:59 AM IST
Nusrat Jahan: দুপুরেই আসছে সুখবর! সকাল সকাল ইনস্টাগ্রামে বিশেষ বার্তা নুসরতের

নিজস্ব প্রতিবেদন: পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি সন্তানসম্ভবা নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবারই সম্ভবত তাঁর সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। প্রিয় অভিনেত্রী তথা সাংসদ সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। কখন আসবে সেই বিশেষ মুহূর্ত? জানতে আগ্রহী অনেকেই। 

সূত্রের খবর, সম্ভবত বৃহস্পতিবার দুপুরেই ভূমিষ্ঠ হতে চলেছে নুসরত জাহানের (Nusrat Jahan) সন্তান। বর্তমানে পাকস্ট্রিটের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন হবু মা। বুধবার রাত থেকেই হাসপাতালজুড়ে কঠোর নিরাপত্তা। মা হওয়ার আগে কি নুসরত ভয়ে রয়েছেন? বৃহস্পতিবার সকাল সকাল উত্তর দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরত জাহান (Nusrat Jahan) লেখেন, 'Faith Over Fear'। যার বাংলা করলে হয়, 'ভয়ের ছাপিয়ে বিশ্বাস'।         

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

এদিকে নুসরতের আগত সন্তানকে নিয়ে প্রথমবার মুখ খুলেছেন যশ। শুভক্ষণের অপেক্ষায় তিনি। অভিনেতার কথায়,'আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।'

.