নুসরতের বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছে অভিনেত্রীর পার্ক সার্কাসের বাড়ি
সেই অর্থে টলিপাড়ায় তিনিই প্রথম বলিউডি কায়দায় 'ডেস্টিনেশন ওয়েডিং' করতে চলেছেন।
![নুসরতের বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছে অভিনেত্রীর পার্ক সার্কাসের বাড়ি নুসরতের বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছে অভিনেত্রীর পার্ক সার্কাসের বাড়ি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/12/196754-nusrat-wedding.jpg)
নিজস্ব প্রতিবেদন: সদ্য লোকসভা নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বিপুল ভোটে জয়ী হয়ে বসিরহাটের সাংসদ হয়েছেন তিনি। তবে আপাতত টলিপাড়ায় সাংসদ অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বলতে গেলে সেই অর্থে টলিপাড়ায় তিনিই প্রথম বলিউডি কায়দায় 'ডেস্টিনেশন ওয়েডিং' করতে চলেছেন।
কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল তুরস্কের ইস্তানবুল শহরে বসতে চলেছেন নুসরত ও নিখিলের বিয়ের আসর। তবে সূত্রের খবর, ইস্তানবুল নয় তুরস্কের বোদরুম শহরে বসছে সংসদ অভিনেত্রীর বিয়ের আসর।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মেয়ে নাইসাকে আক্রমণ, রেগে গেলেন অজয়
ছবি: বোদরুম শহর, তুরস্ক
১৯ থেকে ২১ জুন পর্যন্ত চলবে অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান। ১৬ তারিখই তুরস্ক উড়ে যাবেন নুসরত ও তাঁর পরিবারের সদস্যরা। ১৭ তারিখ রয়েছে নুসরত ও নিখিলের প্রাক-বিবাহ অনুষ্ঠান। আর এর ঠিক পরদিন ১৮ জুন রয়েছে নুসরতের মেহেন্দি ও সঙ্গীত-এর অনুষ্ঠান।ইতিমধ্যেই আত্মীয়-স্বজনদের কাছেও পৌঁছেছে নিমন্ত্রণ পত্র। নুসরতের বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই তাঁর পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়ি আলোয় সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন-কলেজ পার্টিতে সুহানার নাচের ভিডিয়ো ভাইরাল
জানা যাচ্ছে, নুসরতের বিয়েতে উপস্থিত থাকছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী। থাকছেন, অভিনেত্রীর স্কুলের বেশকিছু বন্ধু-বান্ধবী। আমন্ত্রণ পাঠানো হয়েছে টালিগঞ্জের বেশকিছু তারকাকেও। তবে তাঁরা অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে তুরস্ক যাবেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।