মাধুরীর 'সাজন' ছবির গানে ঝড় তুললেন নুসরত জাহান

এবার এই ছবির গানেই কোমর দুলিয়ে ঝড় তুললেন নুসরত জাহান।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 13, 2020, 02:27 PM IST
মাধুরীর 'সাজন' ছবির গানে ঝড় তুললেন নুসরত জাহান

নিজস্ব প্রতিবেদন: 'সাজন সাজন তেরি দুলহন' গানে মাধুরীর নাচ মুগ্ধ হয়ে দেখেননি এমন সিনেমাপ্রেমী হয়তবা কমই রয়েছেন। মাধুরী-সঞ্জয় দত্ত জুটির 'সাজন' ছবিটি সেসময় বক্স অফিসে সুপার ডুপার হিট। এবার এই ছবির গানেই কোমর দুলিয়ে ঝড় তুললেন নুসরত জাহান।

'সাজন সাজন তেরি দুলহন' গানের সঙ্গে নাচ করে মন কাড়লেন নুসরত। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সাংসদ, অভিনেত্রী লিখলেন, ''নাচ করার সুযোগ কখনও হাতছাড়া করি না''।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'সাজন' ছবির গানে নুসরতের এই নাচ। প্রসঙ্গত, 'সাজন' ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। ছবিতে ছিলেন সইফ আলি খান। অনু মালিকের সুরে এই গানটি গেয়েছিলেন অলকা ইয়াগনিক।

মাধুরীর গানে নুসরতের নাচের ভিডিয়োতে কমেন্ট করে তাঁর প্রশংসা করেছেন অনেকেই।

.