বিতর্কে জল ঢেলে অমিতাভ বললেন, 'মমতাদি আমি ভারতরত্নের যোগ্য নই'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন, অমিতাভ বচ্চন নিজেই ভারতরত্ন বিতর্কে জল ঢেলে দিলেন। কেন্দ্র সরকারের সিদ্ধান্তেরর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পদ্ম-বিভূষণের পরিবর্তে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন সম্মান দেওয়া উচিত ছিল। তারপরই শুরু হয় বিতর্ক। অমিতাভ আজ টুইটারে বললেন, মমতাদি...আমি এ ধরনের সম্মানের যোগ্য নই... দেশ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুবই গর্বিত ও সম্মানিত বোধ করছি।

Updated By: Jan 27, 2015, 07:22 PM IST
বিতর্কে জল ঢেলে অমিতাভ বললেন, 'মমতাদি আমি ভারতরত্নের যোগ্য নই'

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন, অমিতাভ বচ্চন নিজেই ভারতরত্ন বিতর্কে জল ঢেলে দিলেন। কেন্দ্র সরকারের সিদ্ধান্তেরর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পদ্ম-বিভূষণের পরিবর্তে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন সম্মান দেওয়া উচিত ছিল। তারপরই শুরু হয় বিতর্ক। অমিতাভ আজ টুইটারে বললেন, মমতাদি...আমি এ ধরনের সম্মানের যোগ্য নই... দেশ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুবই গর্বিত ও সম্মানিত বোধ করছি।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল টুইটে লেখেন, পদ্ম বিভূষণ সম্মান অমিতাভ বচ্চনের জন্য যথেষ্ট নয়। যথেষ্ট নয়। তিনি হলেন জীবন্ত কিংবদন্তি। পদ্ম বিভূষণ পর্যাপ্ত নয়। তাঁর ভারতরত্ন পাওয়া উচিত।

প্রসঙ্গত, ৭২ বছরের অমিতাভ বচ্চনকে এবছরের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।

 

 

.