ভারতে প্রথম অনুষ্ঠান বাবাকে উত্সর্গ নোরার
ভারতে প্রথম বার অনুষ্ঠান করলেন গ্র্যামি বিজয়ী গায়িকা নোরা জোনস। আর তাঁর প্রথম অনুষ্ঠান তাঁর স্বর্গীয় ভারতীয় পিতা রবিশঙ্করকে উত্সর্গ করলেন নোরা। সম্প্রতি মুম্বইয়ে আ সামারস ডে ফেস্টিভ্যালে অনুষ্ঠান করেন রবিশঙ্কর কন্যা।
ভারতে প্রথম বার অনুষ্ঠান করলেন গ্র্যামি বিজয়ী গায়িকা নোরা জোনস। আর তাঁর প্রথম অনুষ্ঠান তাঁর স্বর্গীয় ভারতীয় পিতা রবিশঙ্করকে উত্সর্গ করলেন নোরা। সম্প্রতি মুম্বইয়ে আ সামারস ডে ফেস্টিভ্যালে অনুষ্ঠান করেন রবিশঙ্কর কন্যা।
রবিবার মুম্বইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে অনুষ্ঠিত হয় আ সামারস ডে। নোরা জোনস ছাড়াও অনুষ্ঠানে পারফর্ম করেন মুম্বইয়ের গায়ক-গীতিকার সিদ্ধার্থ বসরুর ও কলকাতার ড্রামার জিভরাজ সিং। মুম্বইয়ের পর আগামী ৫-৬ মার্চ দিল্লিতে ও ৮ মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠান করবেন নোরা।
ব্রেস্ট ক্যান্সারের প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে আ সামারস ডে ফেস্টিভ্যাল।