'তোমাকে ভালবাসি', Priyanka-র জন্মদিনে Nick-এর আদুরে বার্তা

 নিজের স্ত্রীকে নিয়ে Nick Jonas-এর পোস্ট মুহুর্তে ভাইরাল হল অনুরাগীদের মধ্যে। 

Updated By: Jul 19, 2021, 12:08 PM IST
'তোমাকে ভালবাসি', Priyanka-র জন্মদিনে Nick-এর আদুরে বার্তা

নিজস্ব প্রতিবেদন: ১৮ জুলাই ৩৯শে পা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিন নিজের স্ত্রীকে নিয়ে Nick Jonas-এর পোস্ট মুহুর্তে ভাইরাল হল অনুরাগীদের মধ্যে। পিচ রঙা শাড়িতে প্রিয়াঙ্কার বিফোর-আফটার ছবি পোস্ট করলেন নিক। শাড়িতে ছোটবেলার পিগির ছবি যেমন নজরে এসেছে, সেরকমই নিক জোনাসের আবগেঘন পোস্ট মন কেড়েছে সকলের। 

সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার ছবি পোস্ট করে নিক লিখলেন, ‘হ্যাপি বার্থডে মাই লাভ। তুমি দুনিয়ার সব আনন্দ ডিজার্ভ করো। আজ এবং আগামীদিনে। তোমাকে ভীষণ ভালবাসি।’ ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ লাইক পেয়েছে এই পোস্ট। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NICK JONɅS (@nickjonas)

আরও পড়ুন,Nandita-Shiboprasad: 'সৌমিত্রদা-স্বাতীলেখাদিকে বেলাশুরু না দেখাতে পারার আক্ষেপটা যাবে না'

নিক জোনাসের এই আদুরে বার্তা মন ছুঁয়ে গিয়েছে সকলের। প্রিয়াঙ্কা চোপড়ার দেওর জো জানাসও বৌদিকে ইনস্টাগ্রামে উইশ করেছেন। বয়স শুধু একটা সংখ্যা, সেটা বারে বারে প্রমাণ করে দেন প্রিয়াঙ্কা চোপড়া। গত জানুয়ারি থেকে লন্ডনেই রয়েছেন দেশি গার্ল। তাই জন্মদিনটাও কাটালেন সেখানেই।

সম্প্রতি শেষ করেছেন ‘টেক্সট ফর ইউ’-এর শ্যুট। তারপরেই প্রিয়াঙ্কা ব্যস্ত হয়ে পড়েছেন রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’-এর শ্যুটিংয়ে। কাজের জন্য তাই আপাতত মার্কিন মুকুলেই থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। 

.