মুক্তি পেতেই ভাইরাল NH10 ট্রেলর

Updated By: Feb 6, 2015, 02:53 PM IST

 

ওয়েব ডেস্ক: ছবি মোশন পোস্টার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছিল। এবার ট্রেলর মুক্তির পরও ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল এনএইচ টেন।

বুধবার টুইটারে নিজের আগামী ছবি ন্যাশনাল হাইওয়ে টেনের ট্রেলর পোস্ট করেন অনুষ্কা। তারপর থেকেই ভাইরাল এন এইচ টেন ট্রেলর। অনুষ্কার টুইটার পেজ ভরে গিয়েছে প্রশংসা ও শুভেচ্ছা বার্তায়। ট্রেলরে রাতের অন্ধকারে গ্রামের পথে লোহার রড হাতে অনুষ্কাকে দেখে শিউরে উঠেছেন অনেকেই।

ছবির গল্পের প্রেক্ষাপট ন্যাশনাল হাইওয়ে টেন। যা উঠে এসেছে নামেও। অনুষ্কার শর্মার সঙ্গে ছবিতে রয়েছেন নীল ভূপালম। এর আগে তাকে শয়তান ছবিতে দেখা গিয়েছে। এছাড়াও রয়েছেন মেরি কম ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করা দর্শন কুমার। মনোরমা সিক্স ফিট আন্ডার খ্যাত নবদীপ সিং পরিচালনা করেছেন এনএইচ টেন। অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের সঙ্গে ছবি প্রযোজনা করেছেন অনুষ্কা শর্মাও। এটাই তার প্রযোজিত প্রথম ছবি।

আগামী ৬ মার্চ মুক্তি পাচ্ছে এন এইচ টেন।

 

 

.