ছোট্ট এই শিশুকে নাকি অবিকল শ্রীদেবীর মত দেখতে? দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন : তাকে নাকি অবিকল শ্রীদেবীর মত দেখতে। যেমন তাঁর চোখ, তেমনি তাঁর ঠোঁট। বয়স একরত্তি হলেও, শ্রীদেবীর মৃত্যুর পর ওই শিশুর ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে। কেন জানেন?

আরও পড়ুন : শ্রীদেবীর স্মৃতিতে যা হল, দেখলে চোখে জল আসবে

রিপোর্টে প্রকাশ, যে শিশুতির ভিডিও ভাইরাল হয়েছে, তাকে নাকি বলিউডের প্রথম সুপারস্টার শ্রীদেবীর মত দেখতে। শ্রী-র মতই নাকি বড় বড় চোখ তার। যে চোখের টানে যে কোনও সময়, যে কোনও কাউকে প্রয়াত অভিনেত্রীর কথা মনে করিয়ে দেয়। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, মৃত্যুর পর আবার নাকি পুনর্জন্ম হয়েছে শ্রীদেবীর। তাঁর রূপ নিয়েই নাকি জন্ম নিয়েছে ওই শিশু।

আরও পড়ুন : একুশের জন্মদিনে নেই মা, ভাবতেই পারছেন না শ্রীদেবী কন্যা জাহ্নবী

যদিও ওই শিশুর পরিবারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পাশাপাশি ওই ভিডিও কে বা করা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

দেখুন সেই ভিডিও..  

 

English Title: 
New baby Sridevi look a like video is going viral on social media
News Source: 
Home Title: 

শ্রীদেবীর মত দেখতে এই শিশুকে? দেখুন ভিডিও

ছোট্ট এই শিশুকে নাকি অবিকল শ্রীদেবীর মত দেখতে? দেখুন ভিডিও
Yes
Is Blog?: 
No