পথ শিশুদের পাশে দাঁড়ালেন, অর্থ সাহায্য নেহা কক্করের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল হয়ে যায় নেহা কক্করের ভিডিয়ো 

Edited By: জয়িতা বসু | Updated By: Feb 18, 2020, 04:41 PM IST
পথ শিশুদের পাশে দাঁড়ালেন, অর্থ সাহায্য নেহা কক্করের, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : কবে বিয়ে করছেন নেহা কক্কর? সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় বলিউডের জনপ্রিয় গায়িকাকে। যার উত্তরে হেসেই উড়িয়ে দেন নেহা।

আরও পড়ুন  : ভুল তথ্য ছড়ানোয় বিষাক্ত হয়ে যাচ্ছে ব্যক্তিগত জীবন, নেহার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হিমাংশ
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ওই ভিডিয়োতে বিয়ের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নেহাকে দেখা যায়, পথ শিশুদের মধ্যে অর্থ বিলিয়ে দিতে। একজন নয়, পরপর ৩ জনের হাতে টাকা তুলে দিতে দেখা যায় নেহাকে। বলিউড গায়িকার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
এদিকে হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি নেহাকে নিয়ে মুখ খোলেন টেলিভিশনের ওই অভিনেতা। যার উত্তরে হিমাংশের বিরুদ্ধে পালটা তোপ দাগেন নেহা। তিনি বলেন, হিমাংশ যেন কোনওভাবেই তাঁর নাম ব্যবহার না করেন। তাঁর নাম ব্যবহার করে, জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা হিমাংশ বন্ধ করুন বলেও তোপ দাগেন নেহা কক্কর। 

.