বাঙালি বিদিতার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ নওয়াজ, ‘সিরিয়াল কিসার’ ইমরানের সঙ্গে তুলনা করতেই খেপে গেলেন বাবুমশাই

ওয়েব ডেস্ক : ‘বাবুমশাই বন্দুকবাজ’-এ বিদিতা বাগ-এর সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকির রসায়ন নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে। নওয়াজের সঙ্গে বিদিতা বাগের ‘ঘনিষ্ঠ’ কিছু দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যেও প্রত্যাশা চড়তে শুরু করেছে। বাবুমশাই বন্দুকবাজে নওয়াজের সঙ্গে বাঙালি কন্যা বিদিতা বাগের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যখন জোর গুঞ্জন চলছে, তখন উঠে আসছে ইমরান হাসমির প্রসঙ্গও।

বি টাউনের গুঞ্জন, বাবুমশাই বন্দুকবাজের পর নওয়াজের সঙ্গে এবার বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাসমির তুলনা করা হচ্ছে। কিন্তু, ইমরানের সঙ্গে তুলনা করতেই বেশ রেগেই গেলেন নওয়াজউদ্দিন। তিনি স্পষ্ট বলেন, বাবুমশাই বন্দুকবাজ নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, এটা ঠিক। কিন্তু তাই বলে তাঁর সঙ্গে ইমরান হাসমির তুলনা করা একেবারেই উচিত নয়।

শুধু তাই নয়, বাবুমশাই বন্দুকবাজের সঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসেপুরের’ তুলনা করলে চলে। অন্য কিছুর নয়। কমার্শিয়াল এবং রিয়ালিস্টিক সিনেমার মধ্যে ‘ব্যালান্স’ করেই তিনি বলিউডে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন নওয়াজ।   

English Title: 
Nawazuddin Siddiqui reacts on being compared to SERIAL KISSER Emraan Hashmi
News Source: 
Home Title: 

বাঙালি বিদিতার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ নওয়াজ, ‘সিরিয়াল কিসার’ ইমরানের সঙ্গে তুলনা করতেই খেপে গেলেন বাবুমশাই

বাঙালি বিদিতার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ নওয়াজ, ‘সিরিয়াল কিসার’ ইমরানের সঙ্গে তুলনা করতেই খেপে গেলেন বাবুমশাই
Yes
Is Blog?: 
No