নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি Naseeruddin Shah
তাঁর নিউমিনিয়া ধরা পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক ।
নিজস্ব প্রতিবেদন : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক (Ratna Pathak)।
রত্না পাঠক (Ratna Pathak) জানান, নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)র ফুসফুসে নিউমোনিয়ার একটি 'ছোট প্যাচ' ধরা পড়েছে। তবে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত ওঁর অবস্থা স্থিতিশীল। আশাকরি খুব শীঘ্রই ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, বেশকিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান।
আরও পড়ুন-২২ বছরের বিবাহিত জীবন, স্বামী Raj Kausha-র মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন Mandira Bedi
নিজের ফিল্মি কেরিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)। শেষবার তাঁকে দেখা হয়েছিল ২০২০ সালে 'মী রাকসাম' নাটকে। ২০২০তে অ্যামাজন প্রাইম ভিডিও-র ওয়েব-সিরিজ 'বান্দিশ ব্যান্ডিটস'-এ বন্দী দস্যু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন। 'মাসুম', 'সরফরোশ', 'ইকবাল', 'অ্যা ওয়েটনাস্টডে', 'মনসুন ওয়েডিং' এবং 'মকবুল'-এর মতো ছবিতে নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)র অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত হয়।