জানেন ২ সপ্তাহে কত কোটির ব্যবসা করল অনিল কাপুরের ছবি ‘মুবারাকন’?

Updated By: Aug 8, 2017, 03:35 PM IST
জানেন ২ সপ্তাহে কত কোটির ব্যবসা করল অনিল কাপুরের ছবি ‘মুবারাকন’?

ওয়েব ডেস্ক: সোমবার ছিল রাখী উত্‌সব। আর সেই উত্‌সবেই অসাধারণ ব্যবসা করল অনিল কাপুর , অর্জুন কাপুর অভিনীত ছবি মুবারাকন । শুধুমাত্র রাখীর দিনেই ২ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি।

অনীশ বাজমি পরিচালিত ছবি মুবারাকনে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুর এবং অর্জুন কাপুরকে। সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মুবারাকন ছবির বক্স অফিস কালেকশন টুইট করে জানিয়েছেন । তিনি জানিয়েছেন, মোট ২ সপ্তাহে এই ছবি ৪৪.৫৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এবং খুব শীঘ্রই ৫০ কোটির পথে পৌঁছতে চলেছে।

প্রসঙ্গত, অনিল কাপুর এবং অর্জুন কাপুর ছাড়াও মুবারাকন ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা ডিক্রুজ , আথিয়া শেঠ্ঠি প্রমুখেরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জ্যাকলিন ফার্নান্ডেজের পোল ডান্সের ভিডিও

সইফ-করিনার সঙ্গে পতৌদির ছোট্ট নবাব, তৈমুরের নতুন ছবি দেখেছেন

.