জাভেদ আখতারের 'আজান' মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের
মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার নিষিদ্ধ করা হোক। এমন মন্তব্য করে ফের একবার সোনু নিগমের তোলা পুরনো আজান বিতর্ককেই উস্কে দিলেন গীতিকার তথা লেখক জাভেদ আখতার। টুইট করে মজদিদে লাউডস্পিকার বাজানো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। সমর্থন করেছেন সোনু নিগমকেও।
নিজস্ব প্রতিবেদন: মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার নিষিদ্ধ করা হোক। এমন মন্তব্য করে ফের একবার সোনু নিগমের তোলা পুরনো আজান বিতর্ককেই উস্কে দিলেন গীতিকার তথা লেখক জাভেদ আখতার। টুইট করে মজদিদে লাউডস্পিকার বাজানো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। সমর্থন করেছেন সোনু নিগমকেও।
গত বছর এপ্রিলের দিকে গায়ক সোনু নিগমের একটা টুইটকে ঘিরে আজান বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। আজানের আওয়াজে কাকভোরে ঘুম ভেঙে যাওয়া নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে একটা টুইট করে সোনু। মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানো নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
আর সোনু সেই টুইট ঘিরেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কট্টরপন্থীদের রোষানলে পড়েন সোনু। জনপ্রিয় এই গায়কের বিরুদ্ধে ফতোয়া জারি হয়। বলা হয় সোনুর মাথা কামিয়েে তাঁকে জুতোর মালা পরালে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যদিও এর পাল্টা জবাব দেন সোনু নিগমও। সাংবাদিক বৈঠক ডেকে নিজেই নিজের মাথা কামিয়ে ফেলেন। মজা করে বলেন যে নাপিত তাঁর মাথার চুল কেটেছেন তাঁকে যেন ১০ লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়।
তারপর বহু জল বয়ে গেছে। ফের একবার সোনুর করা সেই পুরনো বিতর্ককে উস্কে দিয়ে টুইট করলেন গীতিকার তথা লেখক জাভেদ আখতার। তাঁর কথায়, লাউডস্পিকার বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় ফেলার কোনও মানেই হয়না।
This is to put on record that I totally agree with all those including Sonu Nigam who want that Loud speakers should not be used by the mosques and for that matter by any place of worship in residential areas .
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 7, 2018
এদিকে জাভেদ আখতারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরগরম হয়ে ওঠে টুইটার।
Being a Muslim I don't have problem with loudspeakers or any religion activity .I respect all religions every religion has it's own history everyone has a right to practice .i request all use something else to b in limelight leave religions aside
— Syed shuja andrabi (@Shujaandrabi2) February 7, 2018
What's the need of loudspeaker for calling people to offer prayers? Those who are God fearing will go for prayer without loudspeaker, and those who doesn't care will not attend prayer even if you put 100 loudspeaker.
— Taslim Shaikh (@taslimshaikh) February 7, 2018
Azan is call for prayer and for your information hardly people wake up due to azaan , now you are saying this after few years you will be saying to do forbidden works too need no mention
— Race3ThisEid (@SalmansSoldier) February 8, 2018
Dear Sir, we all know that your era is ending and we want to bid farewell to you with good wishes. Then why do you use such topics to come into light when you know that Azaan is for 1-2 mins. Please understand the country runs on law and not on your logic.
— Emperor Mohd Tarique (@Kuku1432Salman) February 7, 2018
Maen har galat baat Kay Khilaf awaaz uthata hoon . Mushkil yehi hai ke aap dusron ki galti to maan saktay hain Magar apni nahin .
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 7, 2018
Sirf Naam Kay Muslimano par lanat Hai...loud speakers in India should be used only for vulgar songs like "unchay say uncha Banda, potty pay bhaithay nanga"
— Sameera Farid (@sameerafarid) February 7, 2018
Point is about Loudspeaker and not Adhan as u understood.
— Taslim Shaikh (@taslimshaikh) February 9, 2018
জাভেদ আখতারকে পাশে পাওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোনু নিগম।