সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি-নুসরতের নতুন টিকটক ভিডিয়ো

  বিশেষ করে টিকটক ভিডিয়ো বানানোর ক্ষেত্রেও কম জনপ্রিয় নন এই দুই নায়িকা। 

Updated By: Oct 30, 2019, 06:23 PM IST
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি-নুসরতের নতুন টিকটক ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন:  বাংলা সিনেমার দর্শকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় টলিপাড়ার দুই সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। বিশেষ করে টিকটক ভিডিয়ো বানানোর ক্ষেত্রেও কম জনপ্রিয় নন এই দুই নায়িকা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের নতুন দুই টিকটক ভিডিয়ো। যার মধ্যে একটিতে বলিউডের গানের সঙ্গে লিপ মিলিয়ে অভিনয় করতে দেখা গেছে নুসরতকে। তবে মিমির বিষয়টা অবশ্য আলাদা। টিকটক ভিডিয়োর মাধ্যমেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। দেখুন এই দুই জনপ্রিয় অভিনেত্রীর এই দুই টিকটক ভিডিয়ো...

আরও পড়ুন-মুখোপাধ্যায় পরিবারের ভাইফোঁটা, হাজির তনিশা, শর্বাণী, রানিরা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে অবশ্য শুধু টিকটক ভিডিয়োর জন্য নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলিউডের এই দুই সাংসদ অভিনেত্রী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া  নানান ভিডিয়ো ও ছবি পোস্ট করতে দেখা যায় মিমি ও নুসরতকে। 

আরও পড়ুন-রানি, কাজল, তনিশাদের ছেলেবেলার এই ছবিগুলো দেখেছেন?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Happy diwali to all..!!

A post shared by Nusrat (@nusratchirps) on

প্রসঙ্গত, এবছরই গত ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তুরস্কের বোদরুম শহরে ঘটা করে বসেছিল নুসরত-নিখিলের বিয়ের আসর। তবে নুসরতের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী অবশ্য এখনও 'সিঙ্গল'-ই রয়েছেন বলেই শোনা যায়। 

আরও পড়ুন-ভাইফোঁটার অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ অন্যান্য তারকারা

.