Mc Stan: অশ্লীল গান! বিগ বস-জয়ী এমসি স্ট্যানকে ঘাড় ধরে নামাল কার্নি সেনা
Mc Stan Concert Disrupted by Karni Sena: ইন্দোরের লাসুদিয়া এলাকার একটি হোটেলে র্যাপার এমসি স্ট্যানের কনসার্টে হইচই। মাঝপথে তাঁর শো থামিয়ে দেওয়া হয়। হট্টগোলের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে র্যাপার চলে যাওয়ার পর কর্মীদের মঞ্চের নিয়ন্ত্রণ নিতে দেখা যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের ইন্দোরের একটি হোটেলে শুক্রবার রাতে র্যাপার এমসি স্ট্যানের কনসার্টে হইচই। কে বা কারা তৈরি করল এমন পরিস্তিতি? কেনই বা বন্ধ করতে বলা হল এমসি-র শো?
কার্নি সেনার সদস্যরা ইন্দোরের হোটেলে র্যাপার এমসি স্ট্যানের কনসার্টে হট্টগোলের সৃষ্টি করে। তাছাড়া, মাঝপথে শো থামিয়ে দেয় তারা। তাদের অভিযোগ, গানের অশ্লীল ভাষা তরুণ যুবক-যুবতীর মনকে দূষিত করে তুলবে।
সাক্ষীদের মতে, শুক্রবার রাতে লাসুদিয়া এলাকার একটি হোটেলে আয়োজিত কনসার্টটি মাঝপথে স্থগিত করা হয়েছিল। তাতে বেশ অনেকটাই বিরক্ত হন বিগ বস সিজন ১৬-র বিজয়ী,র্যাপার এমসি স্ট্যানের ফ্যানরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে পুলিস। বিক্ষোভকারীদের হটিয়ে দিতে মৃদু শক্তি প্রয়োগ করতে হয় তাদের। এফআইআর-এ অভিযুক্তদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্থানীয় করনি সেনার নেতা দিগ্বিজয় সিং এবং রাজা সিং। ভিডিয়ো ফুটেজ থেকে চিহ্নিত করা হয় তাদের। স্ট্যানের শোতে ঢোকার পর কিছু ফুলের পট ভাঙ্গে তারা। পরে কার্নি সেনা কর্মীরা দর্শকদের মধ্যে গালিগালাজ ও হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানে মঞ্চ ছেড়ে চলে যেতে হয় স্ট্যানকে।
সূত্রের খবর, কার্নি সেনার জেলার সভাপতি অনুরাগ প্রতাপ সিং রাঘব জানিয়েছেন,পারফরম্যান্সের সময় তরুণ দর্শকদের সামনে অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন স্ট্যান। ফলে তাঁর গানের মাধ্যমে তরুণদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেন তিনি,দাবি জানান সভাপতি। তারপর কার্নি সেনার কর্মীরা অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে নেন, এবং র্যাপারকে অনুষ্ঠান ছেড়ে যেতে বাধ্য করেন। অন্যদিকে, হট্টগোলের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই ভিডিওতে র্যাপার চলে যাওয়ার পর কর্মীদের মঞ্চের নিয়ন্ত্রণ নিতে দেখা যায়।
মধ্যপ্রদেশের ইন্দোরের একটি হোটেলে শুক্রবার রাতে র্যাপার এমসি স্ট্যানের কনসার্টে হইচই। কে বা কারা তৈরি করল এমন পরিস্তিতি? কেনই বা বন্ধ করতে বলা হল এমসি-র শো?
কার্নি সেনার সদস্যরা ইন্দোরের হোটেলে র্যাপার এমসি স্ট্যানের কনসার্টে হট্টগোলের সৃষ্টি করে। তাছাড়া, মাঝপথে শো থামিয়ে দেয় তারা। তাদের অভিযোগ, গানের অশ্লীল ভাষা তরুণ যুবক-যুবতীর মনকে দূষিত করে তুলবে।
আরও পড়ুন, Naatu Naatu: অস্কার জিতেছেন, তো? রাজামৌলিদের হলে ঢুকতে দিতে হয়েছে মাথা পিছু ২০ লক্ষ!
সাক্ষীদের মতে, শুক্রবার রাতে লাসুদিয়া এলাকার একটি হোটেলে আয়োজিত কনসার্টটি মাঝপথে স্থগিত করা হয়েছিল। তাতে বেশ অনেকটাই বিরক্ত হন বিগ বস সিজন ১৬-র বিজয়ী,র্যাপার এমসি স্ট্যানের ফ্যানরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে পুলিস। বিক্ষোভকারীদের হটিয়ে দিতে মৃদু শক্তি প্রয়োগ করতে হয় তাদের। এফআইআর-এ অভিযুক্তদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্থানীয় করনি সেনার নেতা দিগ্বিজয় সিং এবং রাজা সিং। ভিডিয়ো ফুটেজ থেকে চিহ্নিত করা হয় তাদের। স্ট্যানের শোতে ঢোকার পর কিছু ফুলের পট ভাঙ্গে তারা। পরে কার্নি সেনা কর্মীরা দর্শকদের মধ্যে গালিগালাজ ও হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানে মঞ্চ ছেড়ে চলে যেতে হয় স্ট্যানকে।
সূত্রের খবর, কার্নি সেনার জেলার সভাপতি অনুরাগ প্রতাপ সিং রাঘব জানিয়েছেন,পারফরম্যান্সের সময় তরুণ দর্শকদের সামনে অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন স্ট্যান। ফলে তাঁর গানের মাধ্যমে তরুণদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেন তিনি,দাবি জানান সভাপতি। তারপর কার্নি সেনার কর্মীরা অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে নেন, এবং র্যাপারকে অনুষ্ঠান ছেড়ে যেতে বাধ্য করেন। অন্যদিকে, হট্টগোলের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই ভিডিয়োতে র্যাপার চলে যাওয়ার পর কর্মীদের মঞ্চের নিয়ন্ত্রণ নিতে দেখা যায়।