Mayaa trailer: ‘মায়া’য় মিথিলার অভিষেক, ছবির ট্রেলারেই জমজমাট বুনন পরিচালকের
মায়া-র প্রথম ঝলকেই বোঝা গিয়েছে যত্ন করেই ছবির চিত্রনাট্য এঁকেছেন পরিচালক। মাল্টি-স্টারার এই ছবি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক 'ম্যাকবেথ'-কে কেন্দ্র করেই। পুরো ছবিটার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মিথিলা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই এই ছবির জন্য পুরস্কার জিতে নিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। পরিচালক রাজর্ষি দে-র 'মায়া' ছবির হাত ধরে টলিউডে অভিনয়ে হাতেখড়ি হয়েছে তাঁর। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। মায়া-র প্রথম ঝলকেই বোঝা গিয়েছে যত্ন করেই ছবির চিত্রনাট্য এঁকেছেন পরিচালক। মাল্টি-স্টারার এই ছবি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক 'ম্যাকবেথ'-কে কেন্দ্র করেই। পুরো ছবিটার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মিথিলা। তাঁর অঙ্গুলি হেলনেই এগোচ্ছে গল্প।
আরও পড়ুন, Utpal Dutta: মাইকেল মধুসূদন থেকে মগনলাল মেঘরাজ! মননে-বিনোদনে অনন্য এই শিল্পীকে চেনেন?
এর আগে 'মায়া' নিয়ে Zee ২৪ ঘণ্টা ডিজাটালকে বলতে গিয়ে মিথিলা বলেছিলেন, 'মায়া ছবিটা ম্যাকবেথের অনুসরণে তৈরি। এখানে হুবহু ওই গল্পই তুলে ধরা হয়েছে এমনটা নয়। ম্যাকবেথের চরিত্রগুলি সবই এখানে রয়েছে, তবে গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। এই কারণেই নাম রাখা হয়েছে মায়া। গল্পে মায়া-র যাত্রাপথ দেখানো হয়েছে।' এক সংখ্যালঘু নারী ধর্ষণের পর কীভাবে ঘুরে দাঁড়ায়, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার উৎসাহ জোগায় নারীদের- এসবই ফুটে উঠেছে ছবিতে।
নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে মিথিলা বলেন, 'গল্পে একটা সময় দেখা যায়, ১৭-১৮ বছরের বয়সের মায়াকে, এরপর আবার ৩০ বছর বয়সে গিয়ে মায়াকে দেখা যায়, পরে আবারও যখন তাঁকে দেখা গেল, সেটা তাঁর পরিণত বয়স, ৫০-এর আশেপাশে। মায়া হল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা, যাঁকে জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সে কখনও মাথানত করেনি। সে তাঁর লক্ষ্যে স্থির ছিল, লক্ষ্যে পৌঁছতে বাকি চরিত্রগুলিতে প্রভাবিত করেছে। এখানে বিভিন্ন সময়, বিভিন্ন লুকে মায়াকে দেখা যাবে, যে বিভিন্ন ভাষায় কথা বলেছে।'
মিথিলা ছাড়াও ছবিতে রয়েছে পরিচালকের চেনা ব্রিগেড। রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রনিতা দাস, কনিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা টলি পাড়ার শিল্পীরা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রয়েছেন রণজয় ভট্টাচার্য। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন, Mahiya Mahi: অন্তঃসত্ত্বা অবস্থাতেই গ্রেফতার! জেল থেকে ছাড়া পেয়ে মা হলেন মাহিয়া মাহি