'ধর্মযুদ্ধ' চ্যালেঞ্জ গ্রহণ করে টিকটক ভিডিয়োতে মানালি দে, সন্দীপ্তা সেনরা

 চ্যালেঞ্জ গ্রহণ করে এই গানের সুরে টিকটক ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মানালি।  

Updated By: Feb 12, 2020, 05:48 PM IST
'ধর্মযুদ্ধ' চ্যালেঞ্জ গ্রহণ করে টিকটক ভিডিয়োতে মানালি দে, সন্দীপ্তা সেনরা

নিজস্ব প্রতিবেদন : 'ধর্মযুদ্ধ' ছবির 'তুমি যদি চাও' গানে সোশ্যাল মিডিযায় চলছে বিশেষ চ্যালেঞ্জ। এবার সেই চ্যালেঞ্জই গ্রহণ করলেন অভিনেত্রী মানালি দে। চ্যালেঞ্জ গ্রহণ করে এই গানের সুরে টিকটক ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মানালি।  

রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' ছবির 'তুমি যদি চাও' গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। যে গানটি ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে চ্যালেঞ্জ চলছে তাতে সিনেমাপ্রেমী থেকে টলিপাড়ার তারকা, অনেকেই টিকটক ভিডিয়ো বানাচ্ছেন। যে তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী মানালি দেও।  টিকটক ভিডিয়ো বানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন অভিনেত্রী মানালি দে। তাতে ''যেমন ইচ্ছে আমাকে সাজাও / এটুকু আঁধার আলো করে দাও'' কথাগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে মানালিকে। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশানে মানালি লিখেছেন, #Dhormojuddha #challangeaccepted।

আরও পড়ুন-ঘনিষ্ঠ অবস্থায় সারা-কার্তিক, চোখ রাঙালো সেন্সর বোর্ড

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

তবে শুধু মানালিই নন, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন সহ আরও অনেকেই।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

তবে মানালি যে শুধুই 'ধর্মযুদ্ধ' গানে টিকটক ভিডিয়ো বানিয়েছেন, এমনটাও নয়। মাঝেমধ্যেই বিভিন্ন গানের সঙ্গে টিকটক ভিডিয়ো বানিয়ে পোস্ট করতে দেখা যায় মানালিকে। শ্যুটিংয়ের ফাঁকে প্রায়ই টিকটক ভিডিয়ো বানাতে দেখা যায় অভিনেত্রীকে।

@manalimanishadey

 

 Nilanjona_Jokhon khola chule - thenonymus

@manalimanishadey

 

 Original Sound - Unknown

@manalimanishadey

@

original sound - Manali Manisha Dey

@manalimanishadey

tunidey321 

original sound - Manali Manisha Dey

এই মুহূর্তে Zee বাংলার 'নকশী কাঁথা' ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে। ধরাবাহিকে শবনমের ভূমিকায় অভিনয় করছেন মানালি। তবে শুধু টিভির পর্দায় নয় বড়পর্দাতেও অভিনয় করতে দেখা যায় মানালিকে। সম্প্রতি উইনডোজ প্রোডাকশনের 'গোত্র'-তে অভিনয় করেছেন মানালি দে।

আরও পড়ুন-জন্মদিনের পার্টিতে পরিচালক বিরসা দাশগুপ্তকে চুম্বন মিমির

.