মলং-এর টাইটেল ট্র্যাকে সিরিয়াল কিলার আদিত্যর সঙ্গে উদ্দাম প্রেম দিশার

 আরও একবার 'হট' অবতারে ধরা দিয়েছেন দিশা পাটানি। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 17, 2020, 05:00 PM IST
মলং-এর টাইটেল ট্র্যাকে সিরিয়াল কিলার আদিত্যর সঙ্গে উদ্দাম প্রেম দিশার

নিজস্ব প্রতিবেদন :  অ্যাকশনে ভরপুর আদিত্য রয় কাপুর, দিশা পাটানি, অনিল কাপুর, কুণাল খেমু, অভিনীত মলং-এর ট্রেলার মুক্তি পেয়েছিল কিছুদিন আগে। যেখানে অ্যাকশন সিকোয়েন্সে নজর কেড়েছিলেন পেশীবহুল আদিত্য রয় কাপুর। এবার মুক্তি পেল আদিত্য-দিশার রোম্যান্সে ভর মলং-এর টাইটেল ট্র্যাক। যেখানে আরও একবার 'হট' অবতারে ধরা দিয়েছেন দিশা পাটানি। 

ছবির টাইটেল ট্র্যাকে দিশা ও আদিত্যর একে অপরের প্রেমে পড়া, গোয়ার সৈকতে তাঁদের উদ্দাম প্রেম, সৈকত পার্টি, এসবই ধরা পড়েছে টাইটেল ট্র্যাকের দৃশ্যায়নে। গানের কথাগুলি লিখেছেন কুণাল বর্মা ও হর্ষ লিম্বাচিয়া। মলং এই টাইটেল ট্র্যাকটি এখনও পর্যন্ত ২০২০র অন্যতম হটেস্ট গান বলেই দাবি করছেন নেটিজেনরা। 

আরও পড়ুন-'অস্বস্তিতে মুখ লাল হবে জেনেও, আজ তোমার জন্য প্রকাশ্য চুম্বন' চূর্ণীকে কৌশিক

'মলং' ট্রেলারে আদিত্য রায় কাপুরের মুখে ডায়ালগ শুনে বেশ বোঝা যাচ্ছে ছবিতে তাঁকে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা যেতে চলেছে। তবে অবশ্য শুধু আদিত্য রায় কাপুরই নন, ছবির বাকি ৩ চরিত্রে অনিল কাপুর, কুণাল খেমু, ও দিশা-কে হত্যাকারীর ভূমিকাতেই দেখা যাবে। তবে তাঁদের ৪ জনের খুনের উদ্দেশ্যগুলি অবশ্য এক্কেবারেই আলাদা।

আরো পড়ুন-JNU-ক্যাম্পাসে গিয়ে হামলায় ঐশী ঘোষের সঙ্গে দেখা করলেন কৌশিক সেন

ছবির ট্রেলারটি বেশ দেখার পর এটি বেশ পছন্দ হয়েছিল খোদ 'ভাইজান'-এরও। তিনিও সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলরাটি শেয়ার করেছিলেন।

প্রসঙ্গত মোহিত সুরি পরিচালিত এই ছবিতেই প্রথমবার জুটি বেঁছেছেন দিশা-আদিত্য। আশিকি-২ এর পর এটা মোহিত সুরির পরিচালনায় আদিত্যর দ্বিতীয় ছবি। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছেন মলং।

আরও পড়ুন-বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়েটা সেরেই ফেললেন দীপঙ্কর-দোলন

.