চলল ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, সুশান্তের মৃত্যুর ঘটনায় পুলিসের সামনে মহেশ ভাট
সান্তাক্রুজ থানায় হাজির হন ভাট সাহেব
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার জিজ্ঞাসাবাদ করা হল পরিচালক মহেশ ভাটকে। সোমবার মুম্বইয়ের সান্তক্রুজ থানায় হাজির হন চলচ্চিত্র পরিচালক। সকাল ১১.৩০ নাগাদ থানায় হাজির হন মহেশ ভাট। দুুপুর ২টো পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। সুশান্তের মৃত্যুর ঘটনায় বয়ান রেকর্ডের পর ২টো নাগাদ থানা থেকে বের হতে দেখা যায় আলিয়া ভাটের বাবাকে।
আরও পড়ুন : আদরের ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে শেষ কথা বলার অংশ শেয়ার করলেন সুশান্তের দিদি
সান্তাক্রুজ থানা থেকে বেরনোর সময় নহেশ ভাটকে দেখে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। যদিও পাপারাতজির ফ্ল্যাশের সামনে বেশিক্ষণ দাঁড়াননি বলিউডের ভাট সাহেব। বয়ান রেকর্ডের পরপরই সেখান থেকে বেরিয়ে চলে যান মহেশ ভাট।
দেখুন...
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুক্তি পায় তাঁর শেষ সিনেমা দিল বেচারা। পরিচালক মুকেশ ছাবড়ার এই সিনেমায় সঞ্জনা সাঙ্ঘি, স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত সিং রাজপুত। গত শুক্রবার দিল বেচারা মুক্তি পাওয়ার পরই দর্শকদের চাপে ক্রাশ করে যায় হটস্টার। দিল বেচারার অসাধারণ সাফল্য পর চোখে জল এসে যায় সুশান্ত অনুগামীদের।