'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ, পাল্টা কঙ্গনাকে ইঙ্গিত করেই কি টুইট মহেশ ভাটের?

 অভিনেত্রীর বারবার তোপের মুখে পড়েই কি এবার মুখ খুললেন পরিচালক মহেশ ভাট? তাঁর একটি টুইট ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 19, 2020, 09:14 PM IST
'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ, পাল্টা কঙ্গনাকে ইঙ্গিত করেই কি টুইট মহেশ ভাটের?

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহেশ ভাটের বিরুদ্ধে বিষেদাগার করেছেন কঙ্গনা রানাওয়াত। সুশান্তের উপর মানসিক চাপ তৈরি করা, তাঁকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার পিছনে হাত রয়েছে বি-টাউনের একাংশের। অভিনেতার মৃত্যুর পর থেকেই এমনই অভিযোগ করে এসেছেন কঙ্গনা রানাওয়াত। আর এক্ষেত্রে অভিনেত্রীর অভিযোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহেশ ভাট। সম্প্রতি রিপাবলিক টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারেও এই একই বিষয়ে সরব হয়েছেন বলিউডের 'কুইন'। আর অভিনেত্রীর বারবার তোপের মুখে পড়েই কি এবার মুখ খুললেন পরিচালক মহেশ ভাট? তাঁর একটি টুইট ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে।

শনিবার মহেশ ভাট তাঁর টুইটে যা লিখেছেন, তার বংলা তর্জমা করলে দাঁড়ায়, ''সত্য শব্দ সবসময় বাকপটু হয় না, আবার বাক্যবাগীশ হলেই সে কথা সত্য হয় না। জ্ঞানী পুরুষের তাঁর বক্তব্য প্রমাণ করার প্রয়োজন হয় না। আর সেই সমস্ত ব্যক্তিরাই নিজের বক্তব্য প্রমাণ করার চেষ্টা করেন, যাঁরা আদপেই জ্ঞানী নয়।'' 

আরও পড়ুন-সুশান্তের মৃত্যুর পর সরব কঙ্গনা, 'সাহসি কন্যা' বলে পিঠ চাপড়ে দিলেন সিমি গারেওয়াল

এখানেই শেষ নয়, আরও একটি টুইটে মহেশ ভাট লিখেছেন, '' আমি চাই না, আমার উত্তরসূরিরা আমাকে স্মরণীয় করে রাখুক। আমি এটা চাই না, পৃথিবী আমায় একটা পবিত্র মানুষ হিসাবে মনে রাখুক। তবে তুমি যা কিছু করবে, তা যেন মনে রাখার মতো হয়।  তুমি চাও বিমানবন্দর, স্ট্যাম্প, স্মৃতিস্তম্ভ, সবকিছুই তোমার নামে হোক। আর এগুলো অব্যাহত থাকুক, সেগুলো সব সম্ভব নয়। স্থায়িত্বের সন্ধান করা মানুষের ট্রাজেডি।''

যদিও মহেশ ভাটের এই দুই টুইটে কোথাও কঙ্গনার নাম, বা তাঁকে প্রত্যেক্ষ আক্রমণ করে কিছুই লেখা নেই। তবে তিনি যা লিখেছেন, তা কঙ্গনাকে ইঙ্গিত করেই লিখেছেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, রিপাবলিক-কে দেওয়া সাক্ষাৎকারে, দুই বন্ধু মহেশ ভাট, জাভেদ আখতারকে সরাসরি আক্রমণ করেন কঙ্গনা। তাঁদের 'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন সুশান্ত ও রিয়ার মাঝে মহেশ ভাট কী করছিলেন? পাশাপাশি করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মাসান্দকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না প্রশ্ন তোলেন কঙ্গনা।

আর কঙ্গনার এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তার ঠিক পরপরই মহেশ ভাটের এই দুই টুইট কি কঙ্গনাকে উদ্দেশ্য করেই লেখা? উঠছে প্রশ্ন...

আরও পড়ুন-১১ মাস সুশান্তের অ্যাকাউন্ট থেকে কেন খরচ করেছেন রিয়া! খতিয়ে দেখছে পুলিস

.