তবলায় ছেলে আরিন, জমিয়ে কত্থক-এর অনুশীলন মাধুরীর

এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 15, 2020, 01:21 PM IST
তবলায় ছেলে আরিন, জমিয়ে কত্থক-এর অনুশীলন মাধুরীর

নিজস্ব প্রতিবেদন : ছেলে আরিন বাজাচ্ছেন  তবলা। আর সেই বোল শুনে জমিয়ে কত্থকের অনুশীলন করছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে। সামনে কোনও এক ব্যক্তিকে মুখে তবলার বোল বলতেও শোনা যাচ্ছে। তবে সেই ব্যক্তিটি ঠিক কে? সেটা অবশ্য দেখা যাচ্ছে না। মঙ্গলবার এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

মাধুরীর পোস্ট করা ভিডিয়োটি দেখেই বেশ বোঝা যাচ্ছে, হোম কোয়ারেন্টাইনে ছেলে ও পরিবারকে সঙ্গে নিয়ে জমিয়ে সঙ্গীত চর্চা করছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তবে শুধু তবলা বাজানোই নয়, শেষে মাধুরীর সঙ্গে কত্থকের বোলে পা মেলাতেও দেখা গেল বছর ১৭র আরিনকে।

আরও পড়ুন-'সহজকে নিয়েই সময় কাটছে, ছবি আঁকাটা আবার শুরু করেছি', বললেন প্রিয়াঙ্কা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

বেশ কয়েকদিন আগে পোস্ট করা একটি ভিডিয়োতে তবলাবাদক কালীনাথ মিশ্রার সঙ্গে ভিডিয়ো কলে কত্থকের অনুশীলন করতেও দেখা গিয়েছে মাধুরীকে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কখনও নাচের অনুশীলন করে, কখনও আবার বই পড়ে, রান্না করে সময় কাটছে মাধুরী দীক্ষিতের। আবার সময় মতো শরীরচর্চা করতেও ভুলছেন না মাধুরী।

আরও পড়ুন-করোনা পরবর্তী পরিস্থিতিতে চুম্বন দৃশ্যের শ্যুটিং কীভাবে হবে? প্রশ্ন পরিচালক সুজিত সরকারের

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি মাধুরী দীক্ষিত যে একজন দক্ষ নৃত্যশিল্পী এটাও হয়ত অনেকেই জানেন। ৫২ বছরে পা রেখেও মাধুরী নাচের অনুশীলন করা কিন্তু ছাড়েননি। প্রসঙ্গত, শেষবার মাধুরী দীক্ষিত-কে দেখা গিয়েছে 'কলঙ্ক' ছবিতে।

.