মাদাম তুসোয় মধুবালা, মুগ্ধ হয়ে যাবেন মুঘল-ই-আজমের আনারকলিকে দেখে

ওয়েব ডেস্ক : মাদাম তুসোয় এবার এলেন মধুবালা। তুসোর মিউজিয়ামে সুন্দরি মধুবালাকে দেখা যাচ্ছে বিখ্যাত সেই আনারকলি পোজে। দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামেই রাখা হয়েছে মধুবলার ওই মূর্তি। বলিউডের অন্য তারকাদের পাশেই এবার রাখা হয়েছে মুঘল-ই-আজমের আনারকলিকে।
মধুবালার বোন মধুর ব্রিজ-এর উপস্থিতিতে বৃহস্পতিবার ওই মূর্তির উন্মোচন করা হয়। মধুর ব্রিজ বলেন, নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মধুবালার ওই মোমের মূর্তি। তিনি আরও বলেন, পরিবারে সবার ছোট হওয়ায়, অনেকটা বেশি সময় মধুবালার সঙ্গে তাঁর কাটানোর সুযোগ হয়েছে। তাই মধুবালার সঙ্গে শুধু সময় কাটানোই নয়, তাঁর মনেপ্রাণেও মধুবালা রয়েছেন বলেও মন্তব্য করেন মধুর ব্রিজ ।
দিল্লির মাদাম তুসোর ওই মিউজিয়ামে অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের মত তারকাদের মূর্তি রয়েছে। এবার সেই তালিকায় ‌যুক্ত হল মধুবালার নামও।

শাহরুখের সঙ্গে সম্পর্কটা বদলে গিয়েছে, কী বললেন কাজল!

English Title: 
Madame Tussauds Delhi Unveils Wax Figure Of Iconic Star Madhubala Styled In Her Famous Anarkali Pose
News Source: 
Home Title: 

মাদাম তুসোয় মধুবালা, মুগ্ধ হয়ে যাবেন মুঘল-ই-আজমের আনারকলিকে দেখে

মাদাম তুসোয় মধুবালা, মুগ্ধ হয়ে যাবেন মুঘল-ই-আজমের আনারকলিকে দেখে
Yes
Is Blog?: 
No