ফিল্ম ফেয়ার ২০১৪: সেরা ছবি 'ভাগ মিলখা ভাগ`, সুরে জয় বাঙালির

বলিউডি গানের দুনিয়ায় বাঙালির জয়জয়কার। ২০১৩-র সেরা প্লেব্যাক মেল ও ফিমেল সিঙ্গার হিসেবে এবারের ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন যথাক্রমে অরিজিৎ সিং আর মোনালী ঠাকুর। সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কারা পেয়েছেন আরেক বাঙালি জিৎ গাঙ্গুলি। সেরা অভিনেতা ভাগ মিলখা ভাগের নায়ক ফারহান আখতার আর গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা ছবির জন্য সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। হিন্দি ছবির দুনিয়ায় সেরা ট্রেন্ড সেটার চেন্নাই এক্সপ্রেস।

Updated By: Jan 25, 2014, 12:27 PM IST

বলিউডি গানের দুনিয়ায় বাঙালির জয়জয়কার। ২০১৩-র সেরা প্লেব্যাক মেল ও ফিমেল সিঙ্গার হিসেবে এবারের ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন যথাক্রমে অরিজিৎ সিং আর মোনালী ঠাকুর। সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কারা পেয়েছেন আরেক বাঙালি জিৎ গাঙ্গুলি। সেরা অভিনেতা ভাগ মিলখা ভাগের নায়ক ফারহান আখতার আর গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা ছবির জন্য সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। হিন্দি ছবির দুনিয়ায় সেরা ট্রেন্ড সেটার চেন্নাই এক্সপ্রেস।

২০১৪ ফ্লিম ফেয়ার পুরস্কারের তালিকা-

সেরা অভিনেতা: ফারহান আকতার, `ভাগ মিলখা ভাগ`।

সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন, `রাম-লীলা: গলিয়ো কি রাসলিলা`।

সেরা পরিচালক: রাকেশ ওমপ্রকাশ মহেরা, `ভাগ মিলখা ভাগ`।

সেরা ছবি: `ভাগ মিলখা ভাগ`।

সেরা নেবাগত পরিচালক: রিতেশ বর্তা, `লাঞ্চ বক্স`।

সেরা নবাগত অভিনেতা: ধনুশ কে রাজা, `রাঞ্ঝনা`।

সেরা নবাগতা অভিনেত্রী: বানী কাপুর, `শুদ্ধ দেশি রোমান্স`।

ক্রিটিক্স চয়েস, সেরা ছবি: রিতেশ বতরা, `লাঞ্চ বক্স`।

ক্রিটিক্স চয়েস, সেরা অভিনেতা: রাজ কুমার রাও, `শহীদ`।

ক্রিটিক্স চয়েস, সেরা অভিনেত্রী: শিল্পা শুক্লা, `বিএ পাস`।

সোনি ট্রানজিস্টর অফ দা ইয়ার অ্যাওয়ার্ড: `চেন্নাই এক্সপ্রেস`।

সেরা সহ অভিনেতা: নাওয়াজুদ্দিন সিদ্দিকি, `লাঞ্চ বক্স`।

সেরা সহ অভিনেত্রী: সুপ্রিয়া পাঠাক, `রাম-লীলা`।

সেরা সুরকার: জিৎ গাঙ্গুলি, মিথুন ও অঙ্কিত তিওয়ারি, `আশিকি ২`।

বেস্ট লিরিক্স: `যিন্দা`, ভাগ মিলখা ভাগ।

বেস্ট প্লেব্যাক সিঙ্গার (মেল): অরিজিৎ সিং, `তুম হি হো`... `আশিকি ২`।

বেস্ট প্লেব্যাক সিঙ্গার (ফি মেল): মোনালি ঠাকুর, `সাওয়ার লু`... লুটেরা।

লাইফ টাইম অ্যাচিভমেন্ট: তনুজা।

বেস্ট স্ক্রিন প্লে: চেটন ভগৎ, অভিষেক কাপুর, সুপ্রতিক সেন ও পুবালি চৌধুরী, `কাই পো চে`।

সেরা গল্প: সুভাষ কপুর, `জলি এলএলবি`

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর: হিতেশ সোনিক, `কাই পো চে`।

বেস্ট কোরিওগ্রাফি: সমীর ও অরুশ তন্না, `লহু হুম লাগ গেয়া।`

সেরা সিনেমাটগ্রাফি: `মাদ্রাস কাফে`।

সেরা কস্টিউম: `ভাগ মিলখা ভাগ`।

সেরা সংলাপ: সুভাষ কপুর, `জলি এলএলবি`।

সেরা সম্পাদনা: `ডি-ডে`।

সেরা প্রোডাকশন ডিজাইন: `ভাগ মিলখা ভাগ`।

.