লিবিয়ার ঘটনার জেরে ভারতের মার্কিন দফতরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে আক্রমণ ও রাষ্ট্রদূত হত্যার ঘটনার জেরে ভারতে অবস্থিত সমস্ত মার্কিন দফতরের নিরাপত্তা আরও জোরদার করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে আজ এই নির্দেশ দেন।

Updated By: Sep 12, 2012, 04:47 PM IST

লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে আক্রমণ ও রাষ্ট্রদূত হত্যার ঘটনার জেরে ভারতে অবস্থিত সমস্ত মার্কিন দফতরের নিরাপত্তা আরও জোরদার করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে আজ এই নির্দেশ দেন। 
আজ লিবিয়ার বেনগাজির কনসুলেটে হামলায় নিহত হলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স ও আরও তিন কনস্যুলেট কর্মী। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও এক মার্কিন নাগরিক। বিগত দুই দশকের মধ্যে ক্রিস স্টিভেন্সই প্রথম মার্কিন রাষ্ট্রদূত যিনি বিদেশের মাটিতে প্রাণ হারালেন।
মার্কিন রাষ্ট্রপতি ব্যারাক ওবামা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এমন কোনও চলচ্চিত্র অনভিপ্রেত। তবে তার প্রতিবাদে এই আক্রমণ এবং হত্যাকাণ্ডও অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার পর অন্যান্য দেশে অবস্থিত মার্কিন দফতরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।
বেনগাজির মার্কিন কনস্যুলেটের সামনে মার্কিন প্রযোজনায় একটি ইসলাম বিরোধী ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বহু মানুষ। হঠাত্‍ই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কনসুলেট চত্বরে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে একদল সশস্ত্র দুষ্কৃতী। কনসুলেট লক্ষ্য করে গ্রেনেড এবং বোমাও ছোঁড়া হয়। ভেতরে ঢুকে এরপর লুঠতরাজ চালাতে শুরু করে অনেকে। কনসুলেট ভবনটিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। প্রত্যক্ষ্যদর্শীদের মতে কনস্যুলেটের বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়েছে। নিহত রাষ্ট্রদূত কনস্যুলেটের ভিতরে ছিলেন না নিজের গাড়িতে ছিলেন সে বিষয় এখনও কোনও পরিষ্কার চিত্র পাওয়া যায়নি।
যদিও ঘটনাটির সময় কনস্যুলেটের ভিতরে কেউ ছল না বলে দাবী করেছেন লিবিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী ওয়ানিস আল শরিফ।
মার্কিন কূটনীতিকের নিহত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করে ইন্টারনেটে বার্তা প্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন।

.