বিপন্ন বন্যপ্রাণ, ৩ মিলিয়ন ডলার অনুদান জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর
তিন মিলিয়ান ডলার (৩০ লক্ষ ডলার) অনুদান দেওয়ার কথা জানালেন হলিউড অভিনেতা।
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ায় পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে এল হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা। ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি ও বন্যপ্রাণ রক্ষায় তিন মিলিয়ান ডলার (৩০ লক্ষ ডলার) অনুদান দেওয়ার কথা জানালেন হলিউড অভিনেতা।
টানা কয়েকমাস ধরে জ্বলতে থাকা আগুনে ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। মনে করা হচ্ছে এই দাবানলে মৃত্যু হয়েছে ৪৮০ মিলিয়নের বেশি পশুপাখির। এই পরিস্থিতিতে অস্ত্রেলিয়ার পাশে দাঁড়িয়েছে বহু তারকা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্কার জয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। কিছুদিন আগেই অভিনেতা 'আর্থ অ্যালায়েন্স' বলে একটি পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেছেন। বৃহস্পতিবার 'আর্থ অ্যালায়েন্স' বলে ওই সংস্থার তরফেই অস্ট্রেলিয়া ওয়াইল্ড ফায়ার ফান্ডের হাতে ৩ মিলিয়ান ডলার (৩০ লক্ষ ডলার) দেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুন- ক্রিকেট খেলতে গিয়ে মুখ থেঁতলে গেল শাহিদের, পড়ল ১৭টি সেলাই
Earth Alliance is committing $3m to the #AustraliaWildfireFund to assist firefighting efforts, aid communities, enable wildlife rescue, and support long term restoration with @aussie_ark @BushHeritageAus @WIRES_NSW @emcollective @Global_Wildlife. Join us: https://t.co/nEKBk1QcdP pic.twitter.com/fljys7VxXp
— Earth Alliance (@earthalliance) January 9, 2020
প্রসঙ্গত, এর আগে আমাজনে জঙ্গল রক্ষায় ৫০ মিলিয়ান ডলার অনুদান দিয়েছিলেন লিওর্নাদো। তিনি ছাড়া আরও পয়তাল্লিশ জন তারকা ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা অস্ট্রেলিয়ার পাশে দাঁড়িয়েছেন।